Ketu Favorite Zodiac: কেতু খুব পছন্দ করেন এই ৫ রাশিদের, 'অশুভ গ্রহ' এঁদের দেয় অঢেল টাকা

Ketu Favorite Zodiac: শাস্ত্রমতে, কেতু হল একটি ছায়াগ্রহ। এর কোনও শারীরিক অবস্থান না থাকলেও, জ্যোতিষে এর গুরুত্ব অসীম। কেতুকে অশুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হলেও, তার প্রভাব সর্বদা খারাপ হয় এমনটা নয়। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে সেটির উপর নির্ভর করে শুভ বা অশুভ ফল দান করে থাকে। অপার্থিব বস্তু, আধ্যাত্মিকতা এবং বিলাসিতার প্রতীক হল কেতু।

Advertisement
কেতু খুব পছন্দ করেন এই ৫ রাশিদের, 'অশুভ গ্রহ' এঁদের দেয় অঢেল টাকাকেতুর প্রিয় ৫ রাশি কারা?
হাইলাইটস
  • শাস্ত্রমতে, কেতু হল একটি ছায়াগ্রহ।

শাস্ত্রমতে, কেতু হল একটি ছায়াগ্রহ। এর কোনও শারীরিক অবস্থান না থাকলেও, জ্যোতিষে এর গুরুত্ব অসীম। কেতুকে অশুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হলেও, তার প্রভাব সর্বদা খারাপ হয় এমনটা নয়। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে সেটির উপর নির্ভর করে শুভ বা অশুভ ফল দান করে থাকে। অপার্থিব বস্তু, আধ্যাত্মিকতা এবং বিলাসিতার প্রতীক হল কেতু। কেতুর অশুভ প্রভাবে যেমন জীবন তছনছ হয়ে যায়, তেমনই কেতুর শুভ প্রভাবে মানুষের ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। ১২টি রাশির মধ্যে ৫টি এমন রাশি রয়েছে, যাঁদের ওপর কেতুর কৃপা থাকে সর্বদা। 

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা স্বভাবত গুণী হন। কেতুর প্রভাবে এঁদের এই গুণের মাত্রা আরও বৃদ্ধি পায়। এই রাশির ব্যক্তিদের আধ্যাত্মিক চিন্তাধারারও উন্নতি ঘটে। কেতুর প্রভাবের ফলে সমাজে এঁদের সম্মান বৃদ্ধি পায়।

কর্কট রাশি
কেতুর কৃপায় কর্কট রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কখনও বিশেষ সমস্যার মুখে পড়তে হয় না। ছোটখাটো কোনও ঝামেলায় জড়িয়ে পড়লেও, এই রাশির ব্যক্তিরা সহজেই সেখান থেকে বেরিয়ে আসেন। সম্পত্তির ভাগীদার হওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থকষ্ট কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না। গাড়ি, বাড়ি, সম্পত্তি প্রভৃতি সকল বিলাসিতার সুখ এঁরা বেশি কষ্ট না করেই পেয়ে যান।

কন্যা রাশি
সফলতা কন্যা রাশির জাতক-জাতিকাদের নখের ডগায় থাকে। এর নেপথ্যকারণ হল কেতুর আশীর্বাদ। যে কোনও ক্ষেত্রে এই রাশিকে বিশেষ বাধার মুখে পড়তে হয় না। জীবনে চলার পথে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হলেও, অভাবের মুখে পড়তে হয় না। কেতুর আশীর্বাদে এঁরা অনায়াসেই কঠিন সময় থেকে নিজেদের বার করে আনতে পারেন। কন্যা রাশির ব্যক্তিরা যতটা পরিশ্রম করেন, তার উপযুক্ত পরিমাণ ফল পান।

বৃশ্চিক রাশি
কেতুর সুদৃষ্টির কৃপায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের কখনও অর্থাভাব হয় না। কখনও অর্থকষ্টের মুখোমুখি হলেও, খুব সহজেই তাঁরা সেই কঠিন সময় কাটিয়ে ওঠেন। এঁদের কোনও কাজে মন দেওয়ার ক্ষমতা অন্যান্য রাশির তুলনায় বেশি হয়। সংসার জীবনও সুখের হয়।

Advertisement

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিক ভাবনা কেতুর প্রভাবে বৃদ্ধি পায়। সেই কারণে যে কোনও ক্ষেত্রেই এঁরা খুব সহজে সফলতা লাভ করেন। জীবনে চলার পথে বিশেষ কোনও বাধার সম্মুখীন এঁদের হতে হয় না। কেতুর কৃপায় এঁদের কখনও অর্থেরও অভাব হয় না। সৌভাগ্য প্রায় সর্বদা এঁদের সঙ্গেই থাকে।
 

POST A COMMENT
Advertisement