Apara Ekadahi Horoscope: ধনলাভ হবে, বাড়বে সুখ, বিশেষ যোগে দারুণ উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, রবিবার  জৈষ্ঠ্যা কৃষ্ণা একাদশী তিথি। যা অপরা একাদশী নামে পরিচিত। এই দিনে সৌভাগ্য যোগের শুভ সংযোগ থাকবে। এই বিশেষ যোগের প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

Advertisement
ধনলাভ হবে, বাড়বে সুখ, বিশেষ যোগে দারুণ উন্নতি ৩ রাশির কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • রবিবার  জৈষ্ঠ্যা কৃষ্ণা একাদশী তিথি।
  • যা অপরা একাদশী নামে পরিচিত।
  • এই দিনে সৌভাগ্য যোগের শুভ সংযোগ থাকবে।

জ্যোতিষ মতে, রবিবার  জৈষ্ঠ্যা কৃষ্ণা একাদশী তিথি। যা অপরা একাদশী নামে পরিচিত। এই দিনে সৌভাগ্য যোগের শুভ সংযোগ থাকবে। এই বিশেষ যোগের প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের জীবনে। জেনে নিন...

বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। সুখ-সম্পদ লাভ হবে। ভ্রমণের যোগ রয়েছে। অর্থলাভ হবে। ব্যবসায়ীরা বিরাট লাভ করবেন। 

কন্যা রাশি (Virgo): 
কপাল খুলতে পারে কন্যা রাশির জাতকদের। ধনলাভের সুযোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সব কাজে সাফল্য পাবেন। 

মিথুন রাশি (Gemini): 
 মিথুন রাশির জাতকদের জন্য ভাল সময়। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পড়ুয়ারা সাফল্য পাবেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা।জ্যোতিষ মতে, জুন মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন গ্রহ গোচর করবে। এর মধ্যে মিথুন রাশিতে গোচর করবে বুধ। যার ফলে তৈরি হবে ভাদ্র রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাবে জীবন বদলাবে মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতকদের।জ্যোতিষ মতে, ৩ জুনের পর বৃষ রাশিতে অবস্থান করছে বুধ। ওই রাশিতে আগেই রয়েছে শুক্র। ফলে বৃষ রাশিতে বুধ এবং শুক্রের যুতির ফলে তৈরি হচ্ছে লক্ষ্মী-নরায়ণ রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাবে লাভবান হবেন মেষ, কর্কট এবং কন্যা রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement