Apara Ekadashi Zodiacs: লক্ষ্মী-বিষ্ণুর কৃপায় ৩ রাশির শুধুই সুখ, অপরা একাদশীতে ভাগ্য বদল

আগামী ২৩ মে অপরা একাদশী। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
লক্ষ্মী-বিষ্ণুর কৃপায় ৩ রাশির শুধুই সুখ, অপরা একাদশীতে ভাগ্য বদলভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • আগামী ২৩ মে অপরা একাদশী।
  • জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

আগামী ২৩ মে অপরা একাদশী। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। সব সমস্যার সমাধান হবে। 

তুলা রাশি (Libra): 

কপাল খুলবে তুলা রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। 

কর্কট রাশি (Cancer): 

লাভবান হবেন কর্কট রাশির জাতকদের। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্পদ লাভের যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১২ মে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে মেষ, কর্কট, মকর ও বৃশ্চিক রাশির জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement