Ardha Kendra Rajyog: ২৮ জানুয়ারি বিরল জ্যোতিষ যোগ, শনি-বুধের অর্ধকেন্দ্র যোগে বদলাতে পারে ভাগ্য

Ardha Kendra Rajyog: এই সময় শনি অবস্থান করবে মীন রাশিতে এবং বুধ থাকবে মকর রাশিতে। বিশেষ বিষয় হল, মকর রাশিতে বুধের সঙ্গে সূর্য, মঙ্গল ও শুক্রের সংযোগও তৈরি হবে। ফলে এই অর্ধকেন্দ্র যোগের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মত জ্যোতিষীদের।

Advertisement
২৮ জানুয়ারি বিরল জ্যোতিষ যোগ, শনি-বুধের অর্ধকেন্দ্র যোগে বদলাতে পারে ভাগ্য

Ardha Kendra Rajyog: বৈদিক জ্যোতিষে শনি ও বুধের যুগল প্রভাব বরাবরই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কর্মফল ও শৃঙ্খলার গ্রহ শনি এবং বুদ্ধি, সিদ্ধান্ত ও ব্যবসার কারক বুধ যখন বিশেষ কোণীয় অবস্থানে আসে, তখন তার প্রভাব সাধারণ থাকে না। তেমনই এক বিরল জ্যোতিষ সংযোগ তৈরি হতে চলেছে ২৮ জানুয়ারি ২০২৬।

এই দিনে শনি ও বুধ একে অপরের থেকে ৪৫ ডিগ্রি দূরে অবস্থান করবে, যার ফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগ মূলত সেই মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, যাঁরা পরিশ্রমের সঙ্গে বুদ্ধি ও সঠিক পরিকল্পনাকে গুরুত্ব দেন।

এই সময় শনি অবস্থান করবে মীন রাশিতে এবং বুধ থাকবে মকর রাশিতে। বিশেষ বিষয় হল, মকর রাশিতে বুধের সঙ্গে সূর্য, মঙ্গল ও শুক্রের সংযোগও তৈরি হবে। ফলে এই অর্ধকেন্দ্র যোগের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মত জ্যোতিষীদের।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই যোগ অত্যন্ত শুভ। লগ্নে অবস্থান করা শনি ব্যক্তিত্বকে করবে আরও দৃঢ় ও দায়িত্বশীল। অন্যদিকে ভাগ্যস্থানে থাকা বুধ শিক্ষা, উচ্চ জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা মিলতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্তদের সাফল্যের যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করবে।

সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে এই যোগ লড়াই জয়ের ইঙ্গিত দিচ্ছে। ষষ্ঠ ঘরে শনি শত্রু ও বাধা সামলাতে সাহায্য করবে। অষ্টম ঘরে বুধ হঠাৎ লাভ ও গোপন বিষয়ের প্রতি আগ্রহ বাড়াতে পারে। মামলা-মোকদ্দমা বা প্রশাসনিক জটিলতায় সাফল্য আসতে পারে। চাকরিতে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ তৈরি হবে। স্বাস্থ্যগত সমস্যাও ধীরে ধীরে কমবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ কঠোর পরিশ্রমের পূর্ণ ফল দেওয়ার সম্ভাবনা রাখছে। তৃতীয় ঘরে শনি সাহস ও উদ্যোগ বাড়াবে। ভাগ্যস্থানে থাকা বুধ কর্মক্ষেত্রে সুযোগ এনে দিতে পারে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় দূরপাল্লার যাত্রা লাভজনক হতে পারে। লেখালেখি, মিডিয়া, বিপণন ও যোগাযোগমূলক পেশায় যুক্তদের সাফল্যের যোগ প্রবল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement