Ashadha Gupt Navratri Durga Blessed Zodiacs: আজ থেকে অর্থ-সমৃদ্ধির যোগ ৪ রাশির, সদয় দেবী দুর্গা

গুপ্ত নবরাত্রির সময় কোনও সাধক যদি গোপনে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দেবী দুর্গার আরাধনা করেন, তাহলে তিনি অপার সুখ, সৌভাগ্য, ধন-সম্পদ ও সমস্ত রোগমুক্তি লাভ করেন। এই সময়ে তৈরি হয়েছে বিপরীত রাজ যোগ।

Advertisement
আজ থেকে অর্থ-সমৃদ্ধির যোগ ৪ রাশির, সদয় দেবী দুর্গাashadha gupt navratri rashifal
হাইলাইটস
  • সোমবার থেকে শুরু হয়েছে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি।
  • এদিকে গ্রহনক্ষত্রের অবস্থানের কারণে গঠিত রাজযোগ।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

নবরাত্রি উৎসব বছরে মোট চারবার উদযাপিত হয়। এর মধ্যে ২টি প্রত্যক্ষ ও ২টি গোপন। মাঘ ও আষাঢ় মাসে পালিত হয় গুপ্ত নবরাত্রি। মা দুর্গার গোপনে পুজো করা হয়। তন্ত্র পুজোও হয় এই সময়। আষাঢ় গুপ্ত নবরাত্রি শুরু হয়েছে ১৯ জুন, সোমবার থেকে। শেষ ২৮ জুন। এই ৯ দিনে মা কালী, তারা দেবী, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা দেবীর বিশেষ পুজো করা হয়। গোপন সিদ্ধিলাভ ও তন্ত্র-মন্ত্র সাধনের জন্য আষাঢ়ের নবরাত্রি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। গুপ্ত নবরাত্রির সময় কোনও সাধক যদি গোপনে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দেবী দুর্গার আরাধনা করেন, তাহলে তিনি অপার সুখ, সৌভাগ্য, ধন-সম্পদ ও সমস্ত রোগমুক্তি লাভ করেন। এই সময়ে তৈরি হয়েছে বিপরীত রাজ যোগ। ৪ রাশির জন্য আগামী এক মাস দারুণ কাটতে চলেছে। 

মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা বিপরীত রাজ যোগে লাভবান হবেন। তাঁরা আরও প্রভাবশালী হবেন। ব্যবসায় লাভও পাবেন। সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে গেলে সাফল্য পানে। বিনিয়োগ ভাল রিটার্ন দেবে। আপনি বিভিন্ন উৎস থেকে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করবেন। কাজের অগ্রগতি হবে। চেষ্টায় সাফল্য পাবেন।

সিংহ রাশি- গ্রহ পরিবর্তনের কারণে বিপরীত রাজ যোগ গঠিত হয়েছে। এ কারণে সিংহ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। তাঁরা কেরিয়ারে সুবর্ণ সুযোগ পাবেন। সমস্ত সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে। সম্পদ ও সমৃদ্ধি অর্জন করবেন। চাকরিজীবীরা ইনক্রিমেন্ট ও পদোন্নতি পেতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

তুলা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের বিপরীত রাজ যোগ আশীর্বাদের চেয়ে কম নয়। চেষ্টায় সাফল্য পাবেন। আটকে থাকা অর্থ শীঘ্রই পেতে পারেন। চাকরিজীবীরাও সাফল্য পাবেন। আপনি সম্পদ লাভ করবেন। তাঁরা সম্পত্তির দিক থেকে উল্লেখযোগ্য লাভ পাবেন। বস্তুবাদী আনন্দ এবং সম্পদ বৃদ্ধি পাবে।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকারা বিপরীত রাজ যোগের নানা সুবিধা পাবেন। তাঁর সব ইচ্ছা পূরণ হবে। তাঁদের শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে। সমস্ত চেষ্টায় সফল পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারে। সেই সঙ্গে পদমর্যাদা বৃদ্ধি পাবে। আপনার কাজ সমাজে সমাদৃত হবে।

Advertisement


POST A COMMENT
Advertisement