Shani Favorite Woman: শনির সুনজরে এই ২ রাশির মহিলারা, বড়ঠাকুর এঁদের রানির মতো রাখেন

Shani Favorite Woman: শনিদেবের কৃপা যদি আপনার কুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, তবে তিনি আপনাকে রাজসুখ, অর্থ, সম্মান এবং ব্যক্তিগত উন্নতির বর দিতে পারেন। জ্যোতিষ মতে, শনিদেব কেবল দণ্ডদাতা নন, বরং কর্মের প্রতিদানদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হন। অনেকেই শনির নাম শুনে ভয় পান। কিন্তু সবসময় শনি গ্রহের প্রভাব নেতিবাচক হয় না।

Advertisement
শনির সুনজরে এই ২ রাশির মহিলারা, বড়ঠাকুর এঁদের রানির মতো রাখেনশনি প্রিয় এই ২ রাশির মহিলারা
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, শনিদেব কেবল দণ্ডদাতা নন, বরং কর্মের প্রতিদানদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হন।

শনিদেবের কৃপা যদি আপনার কুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, তবে তিনি আপনাকে রাজসুখ, অর্থ, সম্মান এবং ব্যক্তিগত উন্নতির বর দিতে পারেন। জ্যোতিষ মতে, শনিদেব কেবল দণ্ডদাতা নন, বরং কর্মের প্রতিদানদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হন। অনেকেই শনির নাম শুনে ভয় পান। কিন্তু সবসময় শনি গ্রহের প্রভাব নেতিবাচক হয় না। শনি ধীরে কাজ করলেও তার প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হয়। শনির সাড়ে সাতি ও ঢাইয়ার সময় কষ্ট আসতে পারে, কিন্তু সেগুলোই জীবনের প্রকৃত শিক্ষা দেয়। যদি কারও কুণ্ডলিতে শনি শুভভাবে বসে থাকেন, তবে তার জীবনে ধন-সম্পদ, সামাজিক সম্মান এবং সাফল্য আসবেই। শনিদেব দুটি রাশির মহিলাদের ওপর খুবই প্রসন্ন থাকেন, এঁদের সব কাজই খুব সহজভাবে হয়ে যায়। আসুন সেই দুই রাশির মহিলাদের কথা জেনে নিন।

বৃষ রাশি
জ্যোতিষ বলছে বৃষ রাশির জাতিকাদের ওপর শনির সুনজর থাকে। এই রাশির অধিপতি শুক্রের সঙ্গে শনির মিত্রতার সম্পর্ক বর্তমান। তাই বৃষ জাতিকাদের ওপর অধিক অশুভ প্রভাব বিস্তার করেন না শনি। কোনও না-কোনও ভাবে শনি এই রাশির জাতিকাদের ওপর সদয় থাকেন। শনির আশীর্বাদে বৃষ রাশির জাতিকারা মন্ত্রী পদ অর্জন করতে পারেন। পাশাপাশি রাজনীতিতেও শীঘ্র সাফল্য় লাভ করতে পারেন এই রাশির জাতিকারা। এই রাশির জাতিকারা নিজের কাজ মনোযোগ দিয়ে করেন। পরিশ্রম করতে পিছুপা হন না তাঁরা। সব চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করেন। বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করেন। এই রাশির মহিলারা শনিবার করে বড়ঠাকুরের পুজো করলে সব কাজে সফতা পাবেন। 

মকর রাশি
এই রাশি শনিদেবের নিজস্ব রাশি হওয়ার কারণে মকর রাশির জাতিকাদের ওপর বড়ঠাকুরের ভরপুর কৃপা থাকে। সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীনও এই রাশির ওপর শনি বেশি কঠোর হয় না। এই রাশির জাতিকারা একটু পরিশ্রম করলেই ফল পেয়ে যান। কর্মক্ষেত্রে এঁদের কাজের প্রশংসা হয়। ব্যক্তিগত জীবন এই রাশির জাতিকাদের ভাল থাকে। সমাজে মান-সম্মান পান এঁরা। এই রাশির মহিলাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশাল হয়। শনিবার ও মঙ্গলবার করে এই রাশির জাতিকারা হনুমান চালিসা পড়লে শনির কৃপা পাবেন বছরভর।

Advertisement

POST A COMMENT
Advertisement