Mercury Retrograde Astrology: সুখ-সৌভাগ্য উপচে পড়বে ৩ রাশির, বুধের চালে জীবন বদল

জ্যোতিষ মতে, আগামী ১৫ মার্চ উল্টো পথে চলবে বুধ। ৭ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় থাকবে গ্রহের রাজকুমার। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
সুখ-সৌভাগ্য উপচে পড়বে ৩ রাশির, বুধের চালে জীবন বদলভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৫ মার্চ উল্টো পথে চলবে বুধ।
  • ৭ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় থাকবে গ্রহের রাজকুমার।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ১৫ মার্চ উল্টো পথে চলবে বুধ। ৭ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় থাকবে গ্রহের রাজকুমার। যার ফলে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

ভাগ্য বদলাবে বৃষ রাশির জাতকদের। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

জীবন বদলাবে বৃশ্চিক রাশির জাতকদের। পড়ুয়াদের জন্য ভাল সময়। প্রেমের সম্পর্ক মজবুত হবে। বিনিয়োগের জন্য ভাল সময়। 

মকর রাশি (Capricorn): 

কপাল খুলবে মকর রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। 
পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র। শুক্রের উদয়ে কপাল খুলবে মকর, কুম্ভ ও ধনু রাশির জাতকদের। 

POST A COMMENT
Advertisement