Shukra Gochar 2025: শুক্রের গোচরে লক্ষ্মীলাভ, নভেম্বরে ৩ রাশির কাছে অফুরন্ত বৈভব

Shukra Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে শুভ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ মীন রাশিতে উচ্চ ও কন্যা রাশিতে নীচ অবস্থায় থাকে। শুক্রের আধিপত্যে থাকা দুই রাশি হল বৃষ ও তুলা রাশি। জ্যোতিষে শুক্র গ্রহকে প্রেম, সৌন্দর্য, কলা ও ঐশ্বর্য, সুখ-সুবিধা ও ইচ্ছের কারক বলে মনে করা হয়। যাঁদের জন্মছকে শুক্র গ্রহ ভাল অবস্থায় থাকে তাঁদের জীবনে ধন-সম্পত্তি, সুখ ও জাগতিক সুবিধার কোনও অভাব হয় না।

Advertisement
শুক্রের গোচরে লক্ষ্মীলাভ, নভেম্বরে ৩ রাশির কাছে অফুরন্ত বৈভবনভেম্বরে মা লক্ষ্মী সদয় এঁদের ওপর
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে শুভ গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে শুভ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ মীন রাশিতে উচ্চ ও কন্যা রাশিতে নীচ অবস্থায় থাকে। শুক্রের আধিপত্যে থাকা দুই রাশি হল বৃষ ও তুলা রাশি। জ্যোতিষে শুক্র গ্রহকে প্রেম, সৌন্দর্য, কলা ও ঐশ্বর্য, সুখ-সুবিধা ও ইচ্ছের কারক বলে মনে করা হয়। যাঁদের জন্মছকে শুক্র গ্রহ ভাল অবস্থায় থাকে তাঁদের জীবনে ধন-সম্পত্তি, সুখ ও জাগতিক সুবিধার কোনও অভাব হয় না। শুক্র ২ নভেম্বর ২০২৫-এ তুলা রাশিতে গোচর করে ফেলেছে। শুক্রের এই গোচরে কিছু রাশির জাতকদের শুভ ও ভাল পরিণাম প্রাপ্ত হবে। জেনে নিন সেই লাকি রাশি কারা। 

মেষ রাশি
শুক্রের গোচরে মেষ রাশির কেরিয়ার তুঙ্গে থাকবে। নতুন চাকরির সুযোগ পাবেন। এই চাকরি বিদেশে সম্পর্কিত হতে পারে। কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনি সফলতা পাবেন। লাভের সুযোগ আসবে। আর্থিক দিক মজবুত হবে। এই সময় বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গ পাবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সমর্থন পাবেন। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। 

বৃষ রাশি
শুক্রের গোচরে বৃষ রাশির জাতক-জাতিকাদের ভরপুর সুখ-সুবিধা প্রাপ্ত হবে। আর্থিক দিক মজবুত হবে। কেরিয়ারে সফলতা ও লাভের সুযোগ হাতে আসবে। কর্মক্ষেত্রে ভাল পদ পাবেন। ব্যবসায় নতুন কাজ শুরু হওয়ায় ভরপুর লাভ হবে। কোনও বড় আর্থিক সফলতা পেতে পারেন। 

কন্যা রাশি
শুক্রের গোচরে কন্যা রাশির জাতকদের একাধিক লাভ হবে। হঠাৎ করে অর্থলাভ, পারিবারিক সুখ ও সম্পত্তি বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে ভাল পরিণাম দেখা দেবে। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক দিক থেকে এই সময়কাল আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। 

 

POST A COMMENT
Advertisement