সূর্যদেবের গোচর নভেম্বরেদ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫-এ সূর্য দুপির ২টো ৫৯ মিনিটে গুরুর গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এরপর ১৯ নভেম্বর সূর্য বিশাখা নক্ষত্র ছেড়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশ করতেই ৩ রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। কেরিয়ার থেকে ব্যবসা সব ক্ষেত্রে লাভের রাস্তা খুলে যাবে। ভাগ্য সঙ্গ দেবে। জানুন সেই ৩ রাশি কারা।
মেষ রাশি
সূর্যের গুরুর নক্ষত্রে প্রবেশ করতেই এই রাশির জাতকদের শুভ পরিণাম প্রাপ্ত হবে। আত্মবিশ্বাস ও শক্তি বাড়বে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতার রাস্তা খুলে যাবে। চাকরিতে বড় সুযোগ হাতে আসবে। ব্যবসায় লাভ হবে। মানসিক শান্তি প্রাপ্ত হবে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারের পূর্ণ সঙ্গ পাবেন। জাতকদের ধার্মিক কাজে আগ্রহ বাড়বে।
সিংহ রাশি
বিশাখা নক্ষত্রে সূর্যের গোচর সিংহ রাশির জাতকদের জন্য প্রচুর লাভ এনে দেবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। ব্যবসায় বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতকেরা নতুন চাকরি পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেনয জাতকদের আগের কোনও কাজের জন্য সমাজে সম্মান বাড়বে। আপনি আরও পরিণত হবেন। কেরিয়ারের জন্য করা কোনও উদ্যোগ ইচিবাচক ফল দেবে।
কন্যা রাশি
সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশ করতেই কন্যা রাশির জাতকদের জন্য সফলতা নিয়ে আসবে। কেরিয়ারে ভারসাম্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আর অন্যদের থেকে সহায়তাও পাবেন। বাড়ির সদস্যদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পুরনো পরিকল্পনার ওপর কাজ করার জন্য এই সময় ভাল। আর্থিক দিক থেকে জাতকেরা মজবুত থাকবেন এবং বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে।
(Disclaimer: এই খবরটি শুধুমাত্র আপনাকে সচেতন করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)