তুলসী বিয়ের দিন কাদের ভাগ্য খুলবে?এই বছর ২ নভেম্বর তুলসী বিবাহ পর্ব পালন করা হবে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ সম্পন্ন হবে। এই শুভ সময়ে মা তুলসী ও ভগবান শালিগ্রামের (ভগবান বিষ্ণুর অবতার) বিয়ে খুব জাঁকজমকের সঙ্গে করানো হয়। কথিত আছে, এইদিন মা তুলসীর কন্যাদান করলে ঘরে সুখ-সমৃদ্ধির বাস হয়। অপরদিকে, গ্রহ-নক্ষত্রের দৃষ্টিতে এই বছর তুলসী বিবাহ খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ তুলসী বিয়ের দিন শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্রমা মীন রাশিতে প্রবেশ করবে। শুক্র ও চন্দ্রমার গোচর জ্যোতিষশাস্ত্রে খুবই বিশেষ। আসুন জেনে নিন শুক্র-চন্দ্রের গোচরে কোন কোন রাশিদের ভাগ্য ফিরবে।
কন্যা রাশি
তুলসী বিয়ের দিন থেকে কন্যা রাশির জাতকদের ভাল সময় শুরু হবে। চাকরিতে মনের মতো সফলতা প্রাপ্ত হবে। পুরনো সব আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। এরই সঙ্গে, কোনও নতুন কাজ শুরু করতে পারবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক সম্পর্ক শুধরাবে। শিক্ষা ও চাকরিতে বিদেশ যাওয়ার যোগ রয়েছে। মিডিয়া ক্ষেত্রে নতুন পরিচয় তৈরি হতে পারে।
তুলা রাশি
তুলসী বিয়ের দিন শুক্র-চন্দ্রমার গোচর তুলা রাশির ভাগ্য চমকাতে চলেছে। বিয়েতে আসা সব বাধা দূর হবে। সম্পত্তিতে বিনিয়োগ করলে উপকার পাবেন। ঘর-পরিবারে কোনও সুখের সংবাদ আসবে। ব্যবসার জন্য এই সময়কাল শুভ। নতুন মানুষদের সঙ্গে সম্পর্ক বাড়বে। এরই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে।
মীন রাশি
তুলসী বিবাহর দিন হওয়া শুক্র-চন্দ্রমার গোচর মীন রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হবে। কর্মক্ষেত্রে মনের মতো সফলতা পাবেন। নতুন চাকরির প্রস্তাব পাবেন। চাকরিতে প্রমোশন হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। আর্থিক লাভ হবে।
(Disclaimer: এই খবরটি শুধুমাত্র আপনাকে সচেতন করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)