Maa Kali Favourite Zodiacs: মা কালীর আশীর্বাদ পায় এই ৪ রাশি, আজীবন সুখ-উন্নতি

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা কালীর খুবই প্রিয়। এই ৪ রাশিকে আগলে রাখেন মা কালী। সারাজীবন সুখ-উন্নতি পান জাতকরা। জেনে নিন বিশদে...

Advertisement
মা কালীর আশীর্বাদ পায় এই ৪ রাশি, আজীবন সুখ-উন্নতিমা কালীর আশীর্বাদ পায় এই ৪ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা কালীর খুবই প্রিয়।
  • এই ৪ রাশিকে আগলে রাখেন মা কালী।
  • সারাজীবন সুখ-উন্নতি পান জাতকরা।

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা কালীর খুবই প্রিয়। এই ৪ রাশিকে আগলে রাখেন মা কালী। সারাজীবন সুখ-উন্নতি পান জাতকরা। জেনে নিন বিশদে...

মকর রাশি (Capricorn): 

মা কালীর আশীর্বাদ লাভ করবেন মকর রাশির জাতকরা। সব কাজে সাফল্য পান এঁরা। আর্থিক দিক থেকে লাভবান হন এই রাশির জাতকরা। পরিবার সুখের হয়। 

সিংহ রাশি (Leo): 

মা কালীর কৃপা লাভ করবেন সিংহ রাশির জাতকরা। কখনও আর্থিক সমস্যার মুখে পড়বেন না এই রাশির জাতকরা। ব্যবসায়ীরা লাভ করবেন। নতুন চাকরির প্রস্তাব পাবেন এঁরা। 

মিথুন রাশি (Gemini): 

মা কালীর অন্যতম প্রিয় রাশি হল মিথুন। এঁরা আজীবন সাফল্য পান। সব বাধা কেটে যায়। চাকরিতে পদোন্নতি হবে এঁদের। 

কন্যা রাশি (Virgo): 

মা কালীর কৃপা লাভ করেন কন্যা রাশির জাতকরা। অর্থলাভ হবে এঁদের। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরিতে উন্নতি করেন এঁরা। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement