August Favourite Zodiacs: অগাস্টে ৩ রাশির ব্যাপক সুখ-উন্নতি, সূর্যের কৃপায় জীবন বদল

জ্যোতিষ মতে, আগামী ৩ অগাস্ট অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এরপর ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। তার পরে ৩০ অগাস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
অগাস্টে ৩ রাশির ব্যাপক সুখ-উন্নতি, সূর্যের কৃপায় জীবন বদলসূর্যের কৃপায় ৩ রাশির উন্নতি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৩ অগাস্ট অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য।
  • এরপর ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য।
  • তার পরে ৩০ অগাস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে।

জ্যোতিষ মতে, আগামী ৩ অগাস্ট অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এরপর ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। তার পরে ৩০ অগাস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য পাবেন। 

তুলা রাশি (Libra): 

লাভবান হবেন তুলা রাশির জাতকরা। প্রেমের সম্পর্ক মজবুত হবে। অর্থলাভের যোগ রয়েছে। বিনিয়োগের জন্য ভাল সময়। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

সিংহ রাশি (Leo): 

ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। সব সমস্যার সমাধান হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে।

অন্য দিকে, জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১১ অগাস্ট মার্গী হতে চলেছে বুধ। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement