জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। যার ফলে ৩ রাশির ভাগ্য বদলাবে। কেরিয়ার-ব্যবসায় বিশাল সাফল্যের যোগ রয়েছে। জেনে নিন বিশদে...
কন্যা রাশি (Virgo):
শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। সব বাধা দূর হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সম্পদ লাভের যোগ রয়েছে।
মকর রাশি (Capricorn):
ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হবে। ধনলাভের যোগ রয়েছে।
তুলা রাশি (Libra):
কপাল খুলবে তুলা রাশির জাতকদের। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ধনলাভের যোগ রয়েছে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।