Surya Gochar 2024: বছরের শেষ সূর্য গোচর, ৩ রাশি বড়লোক হয়ে নতুন বছরে পা দেবে

Surya Gochar 2024: সব গ্রহদের মধ্যে সূর্যকে সবচেয়ে তেজ গ্রহ বলে মনে করা হয়। কোষ্ঠীতে সূর্য জোরদার হলে সেই ব্যক্তির আর কোনও অভাব-অভিযোগ থাকে না। সূর্য ১৫ ডিসেম্বর তার রাশি পরিবর্তন করেছে। ধনু রাশিতে প্রবেশ করেছে সে। এটিই ছিল ২০২৪ সালে সূর্যের শেষ গোচর।

Advertisement
বছরের শেষ সূর্য গোচর, ৩ রাশি বড়লোক হয়ে নতুন বছরে পা দেবে বছরের শেষ সূর্য গোচর
হাইলাইটস
  • সব গ্রহদের মধ্যে সূর্যকে সবচেয়ে তেজ গ্রহ বলে মনে করা হয়।

সব গ্রহদের মধ্যে সূর্যকে সবচেয়ে তেজ গ্রহ বলে মনে করা হয়। কোষ্ঠীতে সূর্য জোরদার হলে সেই ব্যক্তির আর কোনও অভাব-অভিযোগ থাকে না। সূর্য ১৫ ডিসেম্বর তার রাশি পরিবর্তন করেছে। ধনু রাশিতে প্রবেশ করেছে সে। এটিই ছিল ২০২৪ সালে সূর্যের শেষ গোচর। সূর্যের এই গোচরের প্রভাব দেখা দেবে মানুষ ও বিশ্বের ওপর। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৩ রাশির ওপর। সূর্য বৃশ্চিক রাশিতে তার যাত্রা শেষ করে ধনু রাশিতে প্রবেশ করে। ধনু বৃহস্পতির মালিকাধীন রাশি৷ ১৫ ডিসেম্বর রাত ৯টা ৫৬ মিনিটে সূর্যের রাশি পরিবর্তন হয়েছে। এর পরে দীর্ঘ ৩০ দিন সূর্য এই রাশিতেই প্রবেশ করেছে। এটাই এই বছরের শেষ গোচর। এর পরে নতুন বছরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। সূর্য মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হয়৷ এর সঙ্গে আবার শুভ কাজও শুরু হবে। 

মেষ রাশি
সূর্য এই রাশির নবম ঘরে অবস্থান করছে। নবম ঘর ধর্ম ও নিয়তির ঘর। অতএব, এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই সময় কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। অর্থভাগ্য দারুণ যাবে। মনের মতো কাজ করতে পারবেন। বছর শেষে আপনার কোনও অভাব থাকবে না। 

সিংহ রাশি
সূর্য আপনার রাশির অধিপতি। এদের উপর এমনিতেই সূর্যের আশীর্বাদ থাকে। সূর্য আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করছে। এই সময় আপনি অর্থ, সন্তান নিয়ে কিছু ভাল খবর পেতে পারেন। আদালত সংক্রান্ত কোনও মামলার নিষ্পত্তি হতে পারে। আর্থিক দিক জোরালো হবে। অর্থ পাওয়ার নতুন নতুন রাস্তা খুলে যাবে। স্বাস্থ্য ভাল যাবে। 

বৃশ্চিক রাশি
ধনু রাশিতে সূর্যের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জন্যও সুখের সংবাদ নিয়ে আসবে। কিছু দিন ধরে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলে আসছে, তার অবসান হবে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হয়ে উঠবে। চাকরি ব্যবসাতেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন নতুন রাস্তা খুলবে টাকা উপার্জনের। কোথাও ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। 

Advertisement


(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

POST A COMMENT
Advertisement