হিন্দু ধর্মে ধন, বৈভব ও ঐশ্বর্যের দেবতা হিসাবে মানা হয়ে থাকে কুবের দেবকে। বলা হয়, যে সব জাতকদের ওপর কুবেরের বিশেষ কৃপা থাকে, তাঁদের জীবনে কোনও ধন-সম্পত্তির অভাব থাকে না। এঁরা আর্থিক রূপেই মজবুত হন,শুধু তাই নয়, সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠাও পান এঁরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু বিশেষ রাশি এমন রয়েছেন, যাঁদের কুবের দেব ভীষণভাবে পছন্দ করেন। এই রাশিদের ওপর কুবেরের কৃপা সর্বদাই থাকে। এঁদের ভাগ্য সব সময় সঙ্গে থাকে। ব্যবসা ও কর্মক্ষেত্রে এঁদের সাফল্য থাকে তুঙ্গে। আসুন জেনে নিই সেই সব ভাগ্যশালী রাশি কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের স্বভাব শান্ত, স্থির ও পরিশ্রমী হয়। এই রাশির অধিপতি শুক্র, যিনি ঐশ্বর্য, সৌন্দর্য ও জাতকিক সুখের প্রতিনিধিত্ব করে। বৃষ রাশির ওপর কুবের দেবতার কৃপা থাকে। যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্তি করে। পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে এই রাশির জাতকেরা। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। যিনি এই রাশির জাতকদের সব ধরনের সুবিধা, সুখ, বিলাসিতা দিয়ে থাকে।
তুলা রাশি
তুলা ভারসাম্য, সৌন্দর্য ও আকর্ষণের রাশি বলে পরিচিত। শুক্রের এই রাশিও কুবের দেবের খুবই প্রিয় রাশি বলে মানা হয়ে থাকে। তুলা রাশির জাতকেরা সিদ্ধান্ত নিতে খুবই পরিপক্ক হয়ে থাকে। এঁরা নিজের কাজ করে তবেই দম ফেলেন। এই রাশির অধিপতিও শুক্র। আর শুক্র ও কুবেরের কৃপায় এদের মালামাল হতে বেশি সময় লাগে না। কুবের দেব তুলা রাশির ওপর সবসময় তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ, সংবেদনশীল এবং পরিবারপ্রেমী। এই চন্দ্র রাশিকে ভগবান কুবের অত্যন্ত পছন্দ করেন, কারণ তারা তাদের কর্তব্য এবং সম্পদের উপর সমান গুরুত্ব দেন। কুবেরের কৃপায় কখনও এঁদের অর্থের কমতি হয় না। পরিবারের জন্য ব্যয় এঁদের সুখ এনে দেয়। দেবতাদের কোষাধক্ষ্য কুবের দেবের কৃপা বরাবরই থাকে এই রাশির ওপরে। জ্যোতিষ শাস্ত্রে, এই রাশির জাতকেরা নিজের বুদ্ধি ও পরিশ্রমের জেরে অর্থলাভ করতে সফল হয়। আর্থিক দিক থেকে ও কেরিয়ারে এই রাশির কোনও সমস্যা থাকে না।
বৃশ্চিক রাশি
যে কোনও কাজ নিয়ে বৃশ্চিক রাশির জাতকেরা প্যাশনেট হন। নিজের কর্ম দক্ষতার কারণে এরা যে কোনও পরিস্থিতিকে অনুকূল করতে সফল হন। কুবের দেব কখনও এদের অর্থের অভাবে রাখে না। এদের পকেট সব সময় ভারী থাকে।