Kendra Drishti Yog: বুধ-শনির চোখাচুখিতে কেন্দ্র দৃষ্টি যোগ, মাসের শেষ থেকেই ৫ রাশির 'অচ্ছে দিন'

Kendra Drishti Yog: জ্যোতিষ গণনা অনুসারে, ৩০ ডিসেম্বর বুধ ও শনি গ্রহ একে-অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এরকম অবস্থায় বুধ-শনির কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিচার, নির্ণয়, অনুশাসন ও কর্মের সঙ্গে যুক্ত বলে বিবেচনা করা হয়।

Advertisement
বুধ-শনির চোখাচুখিতে কেন্দ্র দৃষ্টি যোগ, মাসের শেষ থেকেই ৫ রাশির 'অচ্ছে দিন'ডিসেম্বরের লাকি রাশি কারা?
হাইলাইটস
  • জ্যোতিষ গণনা অনুসারে, ৩০ ডিসেম্বর বুধ ও শনি গ্রহ একে-অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে।

জ্যোতিষ গণনা অনুসারে, ৩০ ডিসেম্বর বুধ ও শনি গ্রহ একে-অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এরকম অবস্থায় বুধ-শনির কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিচার, নির্ণয়, অনুশাসন ও কর্মের সঙ্গে যুক্ত বলে বিবেচনা করা হয়। এই বুধ-শনির কেন্দ্র দৃষ্টি যোগ ৫ রাশির জীবনে সুখ-শান্তি নিয়ে আসবে।

বৃষ রাশি
বৃষ রাশির জন্য এই যোগ আর্থিক ক্ষেত্রে ভারসাম্য ও বোঝাপড়া নিয়ে আসবে। খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত লাভদায়ক প্রমাণিত হবে। পারিবারিক মামলায় স্থিরতা ও সবকিছু বুঝতে পারবেন। সব চিন্তা থেকে মুক্তি পাবেন। 

মিথুন রাশি
বুধ মিথুনের অধিপতি, এইজন্য এই যোগ মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় ব্যবসা, সঞ্চয়, লেখালিখি ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পুরাণ হওয়ার যোগ তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

কন্যা রাশি
কন্যা রাশির ওপর বুধের বিশেষ প্রভাব থাকে। বুধ-শনির কেন্দ্র দৃষ্টি যোগ কন্যা রাশির কেরিয়ারে স্থিরতা ও দায়িত্বের পদ পেতে পারেন। পরিশ্রমের ফল পাবেন আর চাকুরিজীবি মানুষেরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। 

মকর রাশি
শনির অধিপতি স্বামী মকর রাশি, তাই এই যোগের ফলে কর্ম ও অনুশাসন আসবে এই রাশির। দীর্ঘ সময় ধরে করা প্রচেষ্টা এবার সফল হবে। অর্থ, সঞ্চয়, সম্পত্তি ও ভবিষ্যতের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর শনির প্রভাব থাকে। বুধ-শনির এই যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য রণনীতিক চিন্তা ভাবনা ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত মানুষেরা বিশেষ লাভ পাবেন।  

 

 

POST A COMMENT
Advertisement