৭ সেপ্টেম্বর দুটি বিষয়ের জন্য বিশেষ হতে চলেছে। এইদিন থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ আর বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ এদিনই হবে। ভারতীয় সময়ানুসারে। চন্দ্রগ্রহণ রবিবার, ৭ সেপ্টেম্বর রাত ০৯টা বেজে ৫৯ মিনিট থেকে শুরু হয়ে রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত থাকবে। এর সূতক কাল দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে শুরু হয়ে যাবে। চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের মধ্যে ভয় দেখা যায়। তবে এই চন্দ্রগ্রহণের দিন কিছু মানুষের লাভ হতে চলেছে।
গ্রহদের অবস্থান অনুযায়ী আগামী চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য লাভবান হতে চলেছে। জল তত্ত্বের রাশি হল কর্কট, যার স্বামী স্বয়ং চন্দ্রমা। জ্যোতিষবিদদের মতে, ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। এই রাশির জাতকেরা অপ্রত্যাশিতভাবে লাভবান হবেন।
আর্থিক লাভ
চন্দ্রগ্রহণের সময় কর্কট রাশির জাতকেরা আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন। কাউকে ঋণ দিয়ে থাকলে সেই টাকা হঠাৎ করেই ফেরত পাবেন। বিনিয়োগে যে টাকা মনে হচ্ছিল ডুবে যাবে, তা আচমকাই লাভে পরিবর্তিত হবে। এই সময় আপনার আর্থিক দিক মজবুত হবে। অর্থসংক্রান্ত কিছু চিন্তা দূর হবে।
কাজ-ব্যবসা
কাজ ও ব্যবসায় গতি আসবে। অনেকদিন ধরে ব্যবসা থেকে লাভ করতে না পারলে এবার তা করতে পারবেন। ব্যবসা প্রসারিত করার কথাও ভাবতে পারেন। চন্দ্রগ্রহণের সময় থেকে ব্যবসায় দ্রুত লাভ করবেন।
সম্পর্ক
চন্দ্রগ্রহণের দিন থেকে কোনও বন্ধুর সঙ্গে বিগড়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে। দাম্পত্য জীবন সুখের হবে। মা-বাবার সঙ্গে চলা বহুদিনের ঝামেলা মিটতে পারে। সম্পর্ক মজবুত হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হলেও তা এই সময় ঠিক হয়ে যাবে।
সাবধান থাকুন
তবে কর্কট রাশির জাতকদের ২টো বিষয় নিয়ে একটু সাবধানে থাকতে হবে। শত্রু নিয়ে মনে ভয় থাকবে তাই এই সময়কালে একটু ভেবেচিন্তে চলতে হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন, নয়তো সমস্যা বাড়তে পারে।