জ্যোতিষশাস্ত্রে রাহু হল ছায়াগ্রহ বা পাপী গ্রহ। যখন কোনও গ্রহ বা নক্ষত্র পরিবর্তন করে থাকে। এর ফলে বিরাট প্রভাব বিস্তার করে থাকে। মানব জীবনে এর বিশাল প্রভাব বিস্তার করে থাকে। সারা বিশ্বের নানান ঘটনা এর উপরে প্রভাব বিস্তার করে থাকে। জীবনে বিশাল প্রভাব বিস্তার করে রাহুর অবস্থান পরিবর্তন। রাহু এই সময় কুম্ভ রাশি ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে রাহু নক্ষত্র পরিবর্তন করে শথভিষা নক্ষত্রে প্রবেশ করবে। ২৩ নভেম্বর ২০২৫, রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। শতভিষা নক্ষত্রে প্রবেশের ফলে একটি দুর্লভ শক্তি তৈরি হতে থাকে ৷ কেননা এই নক্ষত্রের স্বামী রাহু ৷ এরফলে শক্তিশালী ও দুর্লভ সংযোগ তৈরি করে ৷ রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশির সৌভাগ্য ফিরবে পুজোর পরই।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য রাহুর নক্ষত্র গোচর করে শতভিষা নক্ষত্রে প্রবেশ লাভ দেবে। চাকরি-ব্যবসায় উন্নতি করবেন। অর্থ বাড়বে। মান-সম্মান বাড়বে। আপনার সৃজনশীলতা বাড়বে। আপনি নিজের দায়িত্ব ভালভাবে সম্পূর্ণ করবেন। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কিছু মানুষ পৈতৃক সম্পত্তি পেতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক পরিস্থিতি আগের থেকে লাভ হতে পারে। পৈতৃক সম্পত্তি পাবেন জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব পেতে পারেন। সাফল্য পেতে পারেন। রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনে বিশাল উন্নতি হতে পারে। বিরাট অঙ্কের টাকা পয়সা পাবেন জাতক-জাতিকারা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন ইতিবাচক ফল দেবে। আসলে কুম্ভ রাশির অধিপতি স্বামী শনিদেব। যার সঙ্গে রাহুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নভেম্বরের পর অর্থ লাভ হবে। প্রেম-রোম্যান্স বাড়বে। অবিবাহিত মানুষদের বিয়ে ঠিক হবে। নতুন উৎস থেকে অর্থ আসবে।
(Disclaimer:এই খবরটি শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)