বৃহস্পতির প্রিয় রাশিবৈদিক জ্যোতিষে বৃহস্পতিকে খুবই শুভ গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা, জ্ঞান, ধন, সমৃদ্ধি, ভাগ্য, বিবাহ, সন্তান ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। মনে করা হয় তাঁর আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে পৌরাণিক কথা অনুযায়ী, বৃহস্পতি, শিবের কঠোর তপস্যা করে দেবগুরুর স্থান অধিকার করেছেন। মনে করা হয়, যে ব্যক্তি বৃহস্পতির কৃপা লাভ করেন, তিনি সবদিক থেকে হন লাভের অধিকারী। তবে বৃহস্পতির কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁরা সর্বদাই দেবগুরুর কৃপা পেয়ে থাকেন।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। বৃহস্পতির সঙ্গে সূর্যের মিত্রতার সম্পর্ক। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকদের ওপরও বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকে এই রাশির জাতকরা। এমনকি নিজের লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন এঁরা। সিংহ জাতকরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন। পাশাপাশি নানান অভিজ্ঞতাও অর্জন করে থাকেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এঁরা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন। এঁদের আত্মবিশ্বাস খুব বেশি। দেবগুরুর কৃপায় এঁদের অসফল হতে চলা কাজও সফল হয়। এই রাশির জাতকরা পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন। সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু তাঁদের রক্ষা করেন।
কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আনন্দে জীবনযাপন করেন কর্কট রাশির জাতকরা। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গোচর করে, তখনই এই রাশির জাতকদের ধনলাভ হয়। দেবগুরুর আশীর্বাদে সর্বদা সৌভাগ্যময় জীবনযাপন করেন এই রাশির জাতকরা। শিক্ষা, সমাজসেবা ও কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই জাতকরা।
মীন রাশি
বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মীন। সর্বদা মীন রাশির জাতকদের রক্ষা করেন দেবগুরু। এই রাশির জাতকরা দয়ালু ও সহানুভূতিশীল হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এই জাতকদের জীবন সুখে কাটে। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে গভীর রুচি থাকে এই জাতকদের। এই রাশির জাতকরা সহনশীল স্বভাবের হয়ে থাকেন। ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু এই জাতকদের বিশেষ পছন্দ করেন।