বিদ্যা, বুদ্ধি, নাচ, গান, পড়াশোনা, উচ্চশিক্ষার দেবী মা সরস্বতী। যে কোনও সৃজনশীল কাজ তাঁর আশীর্বাদ ছাড়া হতে পারে না। বাঙালির প্রতি ঘরে ঘরে তাই মা সরস্বতী পূজিত হন নিষ্ঠা সহকারে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে এই দিনেই প্রজাপতি ব্রহ্মার মুখ গহ্বর থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী। মা সরস্বতী যাঁর উপর দয়া করেন, বিদ্যা বুদ্ধিতে তিনি সবাইকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে যেতে পারেন। জ্যোতিষ অনুসারে মা সরস্বতীর কৃপা কোনও কোনও রাশির জাতকদের উপর সব সময় বর্ষিত হয়। দেবীর আশীর্বাদে এরা যেমন বিদ্যা বুদ্ধি আহরণ করেন, তেমনই শিল্প ও সঙ্গীতকলাতেও এরা নৈপুন্য লাভ করেন। দেখে নিন কোন কোন রাশির জাতকদের উপর মা সরস্বতীর আশীর্বাদ থাকে।
মেষ রাশি
রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির গ্রহ অধিপতি মঙ্গল। মেষ রাশির জাতকদের উপর মা সরস্বতী তাঁর কৃপা বর্ষণ করেন। দেবীর কৃপায় এঁরা যেমন সাহসী, তেমনই বুদ্ধিমান। মেষ রাশির জাতকরা নিজেদের লক্ষ্যের প্রতি স্থির থাকেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে এঁদের ঝোঁক থাকে। মেষ রাশির জাতকরা নানা বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করেন। বুদ্ধির জোরে এঁরা কঠিন পরিস্থিতিতেই নিজেদের অনুকূলে করে নিতে পারেন।
মিথুন রাশি
রাশিচক্রের তৃতীয় রাশি হল মেষ। এই রাশির গ্রহ অধিপতি বুধ। এরা যেমন বুদ্ধিমান, তেমনই সুন্দর করে সবার সঙ্গে গুছিয়ে কথা বলতে পারেন। মিথুন রাশির জাতকদের উপরেও থাকে মা সরস্বতীর আশীর্বাদ। সব বিষয়ে কৌতুহল কাজ করে এদের মধ্যে। মিথুন রাশির জাতকরা সব সময় নতুন নতুন বিষয়ে শিখতে চান। এর ফলে নানা বিষয়ে জ্ঞান থাকে মিথুন রাশির জাতকদের মধ্যে।
কন্যা রাশি
রাশিচক্রের ষষ্ঠ রাশি হল মেষ। এই রাশিরও গ্রহ অধিপতি বুধ। কন্যা রাশির জাতকরা ধীর স্থির প্রকৃতির। এরা সব কাজ নিখুঁত ভাবে করতে ভালোাসেন। এঁদের উপর মা সরস্বতীর আশীর্বাদ থাকে সব সময়। এরা দেবীর কৃপায় সব কিছু খুঁটিয়ে বিচার করতে পারেন। যে কোনও কাজ এঁরা নিখুঁত ভাবে করেন। কন্যা রাশির জাতকদের মধ্যে জ্ঞান ও বুদ্ধির কোনও অভাব কখনও হয় না। এঁরা পড়াশোনা ছাড়া শিল্প ও সঙ্গীতেও দক্ষ হন।
ধনু রাশি
রাশিচক্রের নবম রাশি হল মেষ। এই রাশিরও গ্রহ অধিপতি বৃহস্পতি। পুরাণ অনুসারে বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য গুরু। ধনু রাশির জাতকরা সব সময় নতুন জিনিস শিখতে ও নতুন বিষয় জানতে আগ্রহী হন। মা সরস্বতীর আশীর্বাদ চিরকাল বর্ষিত হয় ধনু রাশির জাতকদের উপর। দেবীর কৃপায় এঁরা জীবনে উন্নতি করে থাকেন। যে কোনও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা থাকে এদের মধ্যে।
কুম্ভ রাশি
রাশিচক্রের একাদশতম রাশি হল মেষ। এই রাশির গ্রহ অধিপতি শনি। কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী ও সত্। এঁদের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি থাকে মা সরস্বতীর। নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারেন এরা। দেবীর আশীর্বাদে এরা সাধারণত উচ্চশিক্ষা লাভ করেন। কুম্ভ রাশির জাতকদের দৃষ্টিভঙ্গী স্বচ্ছ ও আলোকিত। অজ্ঞানতার অন্ধকার কখনোই এদের ঘিরে রাখতে পারে না।