Gajalaxmi Rajyog: বৃহস্পতি-শুক্রের শক্তিশালী রাজযোগ, মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে ৩ রাশি

Gajalaxmi Rajyog: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সময়ে সময়ে গ্রহদের গোচর খুবই সাধারণ বিষয়। সমস্ত নবগ্রহ এক নিশ্চিত সময়ের পর নিজের রাশি পরিবর্তন করে। যার প্রভাব সব ১২টি রাশির ওপর আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি ও শুক্রও সেরকমই শক্তিশালী দুই গ্রহ। বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়ে থাকে।

Advertisement
বৃহস্পতি-শুক্রের শক্তিশালী রাজযোগ, মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে ৩ রাশিগজলক্ষ্মী রাজযোগ
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সময়ে সময়ে গ্রহদের গোচর খুবই সাধারণ বিষয়।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সময়ে সময়ে গ্রহদের গোচর খুবই সাধারণ বিষয়। সমস্ত নবগ্রহ এক নিশ্চিত সময়ের পর নিজের রাশি পরিবর্তন করে। যার প্রভাব সব ১২টি রাশির ওপর আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি ও শুক্রও সেরকমই শক্তিশালী দুই গ্রহ। বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়ে থাকে। দেবগুরু এক রাশিতে ১ বছর পর্যন্ত থাকে আর সেই রাশিতে দ্বিতীয়বার ফিরতে ১২ বছর সময় নেয়। অপরদিকে, শুক্রকে দৈত্যদের গুরু বলে মনে করা হয়। এই গ্রহ প্রতিমাসেই গোচর করে আর ১২ মাস পর পুরনো রাশিতে ফিরে আসে। এই কারণে শুক্রের সঙ্গে সব গ্রহদের সময়ে সময়ে যুতি তৈরি হয়। জুলাই মাসে শুক্রগ্রহের সঙ্গে বৃহস্পতির যুতি তৈরি হতে চলেছে। এই যুতির পরিমাণস্বরূপ গজলক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে, যার ফলে বেশ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। 

জ্যোতিষ মতে, দেবগুরু বৃহস্পতি ১৪ মে রাতে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। একবছর পর্যন্ত এই রাশিতেই থাকবে। আবার শুক্র গ্রহ ২৬ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবে। এইভাবে ২৬ জুলাই গুরু-শুক্রের যুতি তৈরি হবে, যা একমাস পর্যন্ত চলবে। এই সময়ই গজলক্ষ্মী রাজযোগের সৃষ্টি হবে। 

কুম্ভ রাশি
গজলক্ষ্মী রাজযোগের নির্মাণের ফলে এই রাশির জাতকেরা সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বেশকিছু ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। বেকার লোকেরা মনের মতো চাকরি পাবেন। চাকরি বদল করার চিন্তা করলে এই সময়টা সেরা। জীবনে শান্তি বজায় থাকবে। আপনার বেতন বাড়তে পারে।  

সিংহ রাশি
গুরু-শুক্রের যুতি এই রাশির জাতকদের জন্য অনুকূল হবে। আপনি যেটা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন, তার সমাধান পাবেন জুলাইতে। আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। আপনার আয়ের অনেক রাস্তা খুলে যাবে। যার ফলে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। কর্মস্থানে বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন। আপনার পরিশ্রম দেখে আপনাকে বড় কোনও দায়িত্ব দিতে পারেন। 

Advertisement

মিথুন রাশি
গজলক্ষ্মী রাজযোগের ফলে সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা মিটবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আপনি। জীবনে আয়ের অনেক রাস্তা খুলে যাবে। মিডিয়া, মার্কেটিং ও সৃজনমূলক কাজে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট বাড়বে। আপনার বাড়িতে লাক্সারি জিনিসের আগমন হবে। পরিবারের সঙ্গে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

POST A COMMENT
Advertisement