Ganesh Favorite Zodiac: বুদ্ধি দিয়ে সব কাজেই সাফল্য পায় এরা, ৫ রাশিকে বিপদে রক্ষা করে বাপ্পাজি

Ganesh Favorite Zodiac: এই বছর ২৭ অগাস্ট গণেশ চতুর্থী পালন করা হবে। আর এইদিন থেকে ১০ দিনের গণেশ উৎসব শুরু হবে। ঘরে ঘরে গণপতি বাপ্পাকে স্থাপন করা হয়। গণপতি নিজের ভক্তকে সুখ-সমৃদ্ধির বরদান দিয়ে থাকেন।

Advertisement
বুদ্ধি দিয়ে সব কাজেই সাফল্য পায় এরা, ৫ রাশিকে বিপদে রক্ষা করে বাপ্পাজিগণেশের প্রিয় রাশি কারা?
হাইলাইটস
  • এই বছর ২৭ অগাস্ট গণেশ চতুর্থী পালন করা হবে।

এই বছর ২৭ অগাস্ট গণেশ চতুর্থী পালন করা হবে। আর এইদিন থেকে ১০ দিনের গণেশ উৎসব শুরু হবে। ঘরে ঘরে গণপতি বাপ্পাকে স্থাপন করা হয়। গণপতি নিজের ভক্তকে সুখ-সমৃদ্ধির বরদান দিয়ে থাকেন। জ্যোতিষ অনুসারে, ৫ রাশি এরকম রয়েছে, যাঁদের ওপর বাপ্পাজির কৃপা সর্বদা থাকে। গণেশজির প্রিয় রাশিও বলতে পারেন। আসুন জেনে নিই সেই রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। আর এই রাশিকে খুবই পছন্দ করেন গণেশজি। এই রাশির জাতকেরা সাহসী ও নির্ভীক প্রকৃতির হয়। এরই সঙ্গে এদের আয় খুব সহজেই হয়ে যায়। এদের কখনও অর্থের অভাব হয় না। এরা চাকরি ও ব্যবসায় খুবই উন্নতি করে। 

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ আর এই রাশির জাতকদের ওপর গণেশজির অপার আশীর্বাদ থাকে। এরা কেরিয়ারে খুব উন্নতি করে। বিশেষ করে ব্যবসায় খুবই লাভ করতে পারে। এরই সঙ্গে বুদ্ধি-বাণীর দমে সমাজে মান-সম্মান অর্জন করে। এদের আর্থিক সমস্যা কোনওদিনই হয় না। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, আর এই রাশির জাতকদের ওপর বাপ্পাজির হাত থাকে। যখনই এই রাশির জাতকেরা যখনই কোনও বিপদে পড়ে, গণেশজি এদের সর্বদা রক্ষা করেন। গণেশজির কৃপায় এরা সব চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করেন। গণেশ চতুর্থীর দিন এই রাশির জাতকেরা গণেশজিকে মোতিচুরের লাড্ডু ভোগ দিয়ে তা গরীবদের মধ্যে বিতরণ করলে ভাল ফল পাবেন। 

মকর রাশি
মকর রাশির অধিপতি শনি। এদের ওপর বাপ্পাজির কৃপা থাকে সব সময়। জীবনে এরা সংঘর্ষ করলেও গণপতির কৃপায় এরা শুভ ফল পেয়ে থাকে। গণেশজি এদের ধন-সমৃদ্ধি, যশ সব দিয়ে থাকেন। এরা জীবনে যেটাই পেতে চায় গণেশজির কৃপায় সেটাই পেয়ে থাকেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনিদেব। গণেশজির কৃপায় এই জাতকেরা কম বয়স থেকেই সফলতা, অর্থ, সুখী পরিবার ও ভাল কেরিয়ার পায়। গণেশজির কৃপায় এদের ভাগ্য সব সময় সঙ্গ দেয়। ব্যবসায় থাকলে এরা উন্নতি করে তরতরিয়ে। চাকরিতেও উঁচু পদ পাবেন নিজের চেষ্টায়। 

Advertisement

 
 

POST A COMMENT
Advertisement