Hanuman Ji Favorite Zodiac: সঙ্কটে আগলে রাখেন হনুমানজি, বজরংবলীর প্রিয় ৫ রাশির অর্থভাগ্য থাকে তুঙ্গে

Hanuman Ji Favorite Zodiac: কলিযুগের দেবতা বজরংবলীর ৫ রাশির জাতক খুবই প্রিয়। মঙ্গলবারের দিনটি হনুমানজির জন্য সমর্পিত। আর জ্যোতিষে মঙ্গলের সঙ্গে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে। মঙ্গল গ্রহকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি বলে মনে করা হয়।

Advertisement
সঙ্কটে আগলে রাখেন হনুমানজি, বজরংবলীর প্রিয় ৫ রাশির অর্থভাগ্য থাকে তুঙ্গেহনুমানজির প্রিয় রাশি
হাইলাইটস
  • কলিযুগের দেবতা বজরংবলীর ৫ রাশির জাতক খুবই প্রিয়।

কলিযুগের দেবতা বজরংবলীর ৫ রাশির জাতক খুবই প্রিয়। মঙ্গলবারের দিনটি হনুমানজির জন্য সমর্পিত। আর জ্যোতিষে মঙ্গলের সঙ্গে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে। মঙ্গল গ্রহকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি বলে মনে করা হয়। সেই কারণে এঁদের ওপর হনুমানজির কৃপা থাকে। এছাড়াও সিংহ, মকর ও কুম্ভ রাশির ওপরও বজরংবলীর আশার্বাদ থাকে। এঁদের সব সঙ্কট থেকে রক্ষা করেন বজরংবলী। আসুন দেখে নিই তাঁরা কারা। 

মেষ রাশি
মেষ রাশির অধিপতি স্বামী মঙ্গল। মঙ্গলের সম্পর্ক হনুমানজির সঙ্গে রয়েছে। এঁদের আর্থিক পরিস্থিতি খুব মজবুত হয়। এঁরা হনুমানজির পুজো করলে খুব সফলতা পান আর ব সমস্যা থেকে দূরে থাকেন। মেষ রাশির জাতকেরা সাহসী ও বুদ্ধিমান হয়ে থাকেন। এঁদের মন খুব স্বচ্ছ হয়। হনুমানজির কৃপা সর্বদা এঁদের ওপর থাকে। হনুমানজি সব সময় এঁদের সব সমস্যা দূর করে। মেষ রাশির জাতকদের অর্থের কমতি হয় না। এঁরা খুব সাহসী হন। আত্মবিশ্বাস ভরপুর থাকে। এঁরা বুদ্ধিমানও হন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর হনুমানজির কৃপা সর্বদা থাকে। এই মানুষেরা কম বয়সেই সফলতা অর্জন করে। অর্থের কমতি হয় না। প্রচুর টাকা উপার্জন করেন এঁরা। ধার্মিক কাজে মনোযোগ থাকে এঁদের। এঁদের স্বভাব খুব দয়ালু হয়। এঁরা অন্যদের সাহায্য করে। এঁরা হনুমানজির কৃপা পেয়ে থাকেন। হনুমানের কৃপায় তাদের সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হয়। সিংহ রাশির জাতকরা বুদ্ধিমান হন। তারা তাদের জ্ঞান এবং কঠোর পরিশ্রম দিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন।

বৃশ্চিক রাশি
মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির অধিপতি এবং এই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও হনুমানজির খুব প্রিয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকে, তাই তাঁদের জীবনে কখনও সম্পদের অভাব এবং সুখের অভাব হয় না। হনুমানজির আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবন সুখী থাকে। হনুমানজি বৃশ্চিক রাশির জাতক জাতিকার প্রতি সর্বদা করুণাশীল। তাদের জীবন সর্বদা সুখী থাকে। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রচুর নাম অর্জন করেন এবং বজরঙ্গবলীর আশীর্বাদে তারা একাধিক উৎস থেকে আয় করেন। 

Advertisement

মকর রাশি
মকর রাশির জাতকদের হনুমানজির বিশেষ আশীর্বাদ রয়েছে, কারণ মকর রাশি মঙ্গলের উচ্চ রাশি। মকর রাশির জাতকরা যদি জীবনে কোনও সমস্যায় পড়েন, তাহলে তাঁদের সত্যিকারের হৃদয়ে হনুমানজিকে স্মরণ করা উচিত। এতে তাঁদের ভালো সুযোগ আসবে এবং তাঁদের সমস্যা দূর হবে। জীবনকে উন্নত করার জন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে হনুমানজির ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। আপনি যদি কোনও সমস্যা বা বাধার মধ্যেও আটকে যান, তবুও বজরঙ্গবলী আপনার রক্ষক হয়ে ওঠেন এবং আপনার সমস্ত সমস্যা দূর করে দেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি হলেন শনি দেব। যারা নিয়মিত হনুমানজির পুজো করেন, তাঁরা হনুমানজির সঙ্গে শনিদেবের আশীর্বাদ পান। হনুমানজির কৃপায় এই রাশির জাতক জাতিকারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। হনুমানজির ভক্তদের শনিদেব কষ্ট দেন না। হনুমানের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা অল্প বয়সেই এগিয়ে যান এবং বজরঙ্গবলী এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন। এই রাশির জাতক জাতিকাদের প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চলিসা পাঠ করা উচিত।

POST A COMMENT
Advertisement