Hanumanji Favorite Zodiac: বিপদ কাছেও ঘেঁষে না এঁদের, হনুমানজির প্রিয় ৫ রাশি যা চান তাই পান

Hanumanji Favorite Zodiac: হিন্দু ধর্মে ভগবান হনুমানকে শক্তি, ভক্তি ও সমর্পণের প্রতীক বলে মনে করা হয়ে থাকে। বজরংবলিকে ভগবান শিবের রুদ্রবতার বলে মানা হয়ে থাকে। হনুমানজি তাঁর ভক্তদের ওপর সবসময় কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের প্রথম মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলে মানা হয়। এই বছর জৈষ্ঠ্য মাসে মোট ৫টি বড় মঙ্গলবার পড়েছে।

Advertisement
বিপদ কাছেও ঘেঁষে না এঁদের, হনুমানজির প্রিয় ৫ রাশি যা চান তাই পানহনুমানজির প্রিয় ৫ রাশি
হাইলাইটস
  • হিন্দু ধর্মে ভগবান হনুমানকে শক্তি, ভক্তি ও সমর্পণের প্রতীক বলে মনে করা হয়ে থাকে।

হিন্দু ধর্মে ভগবান হনুমানকে শক্তি, ভক্তি ও সমর্পণের প্রতীক বলে মনে করা হয়ে থাকে। বজরংবলিকে ভগবান শিবের রুদ্রবতার বলে মানা হয়ে থাকে। হনুমানজি তাঁর ভক্তদের ওপর সবসময় কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের প্রথম মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলে মানা হয়। এই বছর জৈষ্ঠ্য মাসে মোট ৫টি বড় মঙ্গলবার পড়েছে। এইদিন হনুমানজির পুজো করলে বিশেষ ফল লাভ করতে পারবেন। ধার্মিক ও জ্যোতিষ মান্যতা অনুসারে, হনুমানজি ১২টি রাশির মধ্যে ৫টি রাশিকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আসুন দেখে নিই সেই সৌভাগ্যশালী ৫ রাশি কারা। 

মেষ রাশি
মঙ্গল গ্রহের স্বামী মেষ রাশির জাতকদের জন্য এইদিনটি অত্যন্ত শুভ। হনুমানজির কৃপায় আটকে থাকা সব কাজ আবার শুরু হয়ে যাবে এবং কর্মস্থানে মান-সম্মান বাড়বে। যারা চাকরির খোঁজ করছেন তাঁরা ভাল সুযোগ পাবেন। অর্থলাভের যোগ তৈরি হবে। এরই সঙ্গে পার্বারিক জীবনে সুখ ও প্রশান্তি বজায় থাকবে। হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য এইদিন লাল চোলা নিবেদন করুন ও হনুমান চল্লিশার পাঠা করুন। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বড় মঙ্গলবার সৌভাগ্য নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে ও বিনিয়োগের জন্য এই সময় অনুকূল। পারিবারিক ঝগড়ার সমাধান হবে আর মানসিক শান্তি পাবেন। ব্যবসায় হঠাৎ করে লাভ হতে পারে আর কোনও পুরনো আটকে থাকা টাকা ফেরৎ পেতে পারেন। হনুমানজিকে প্রসন্ন করে নিজের মনোস্কামনা পূরণ করার জন্য তাঁকে গুড় ও ছানার ভোগ দিন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। কেরিয়ারে উন্নতির প্রবল যোগ রয়েছে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার হলে এই সময়কাল উত্তম। প্রতিষ্ঠা বাড়বে আর সকলে আপনার নেতৃত্বের প্রশংসা করবে। যাঁরা পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা সফল হবেন। হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান আর রাম নামের জপ করুন, এতে আপনার ওপর হনুমানজির কৃপা থাকবে। 

Advertisement

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের হঠাৎ করেই অর্থলাভের সুযোগ রয়েছে। ভবিষ্যতে উন্নতি করার সুযোগ রয়েছে। বিদেশে কাজ করার সুযোগ পাবেন। নিজের ইচ্ছা পূরণের জন্য হনুমানজিকে সিঁদুর মেশানো তেল অর্পণ করুন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য বড় মঙ্গলবার খুবই লাভদায়ক। হনুমানজির কৃপায় মানসিক অশান্তি কম হবে। আর জীবনে ইতিবাচকতা আসবে। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। আর বৈবাহিক জীবন সুখের হবে। বিদার্থীদের সময় অনুকূল থাকবে। আপনি বজরং বাণের পাঠ করুন ও লাল ফুল অর্পণ করুন। জীবনে সব কষ্ট শীঘ্রই দূর হবে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

POST A COMMENT
Advertisement