Ketu Gochar 2025: কেতুর এবার বড় খেলা সামনে, ছায়া গ্রহের কৃপায় ৩ রাশির হাতে আসবে টাকা

Ketu Gochar 2025: বৈদিক জ্যোতিষে কেতু গ্রহকে ছায়া গ্রহের উপাধি দেওয়া হয়েছে। এর সঙ্গে কেতু গ্রহ প্রায় ১৮ মাস পর গোচর করে। এখন কেতু গ্রহ কন্যা রাশিতে ভ্রমণ করছে আর এই কেতু মে মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে। যার প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়তে দেখা যাবে।

Advertisement
কেতুর এবার বড় খেলা সামনে, ছায়া গ্রহের কৃপায় ৩ রাশির হাতে আসবে টাকাকেতু গোচর
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষে কেতু গ্রহকে ছায়া গ্রহের উপাধি দেওয়া হয়েছে।

বৈদিক জ্যোতিষে কেতু গ্রহকে ছায়া গ্রহের উপাধি দেওয়া হয়েছে। এর সঙ্গে কেতু গ্রহ প্রায় ১৮ মাস পর গোচর করে। এখন কেতু গ্রহ কন্যা রাশিতে ভ্রমণ করছে আর এই কেতু মে মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে। যার প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়তে দেখা যাবে। তবে ৩ রাশি এমন রয়েছে যাঁদের কেতুর গোচরে আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নিই সেই লাকি রাশি কারা। 

মিথুন রাশি
কেতু গ্রহের রাশি পরিবর্তন লাভজনক হতে পারে। এই সময় আপনাদের অর্থ উপার্জনের নতুন মাধ্যম খুলে যাবে। আয়ের নতুন রাস্তা পাবেন। চাকরি বদল করার নতুন প্রস্তাব পাবেন। ভাই-বোনদের থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায়িকরা ব্যবসায় সফলতা পাবেন। পুরনো বিনিয়োগ থেকে দোকানদারের লাভ করতে পারবেন। 

বৃশ্চিক রাশি
কেতু গ্রহ রাশি পরিবর্তন করতেই বৃশ্চিক রাশির জাতকদের দারুণ লাভ হবে। এই সময় আপনার কাজ-ব্যবসায় বিশেষ উন্নতি দেখা দেবে। যারা চাকরির খোঁজ করছেন তাঁরা চাকরি পাবেন। কেতু গোচর কেরিয়ার ও অর্থ সংক্রান্ত মামলায় শুভ ফল এনে দেবে। পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হবে। চাকুরীজীবিদের জন্য বিদেশি সংস্থায় কাজের সুযোগ আসবে। নতুন চুক্তির ফলে ব্যবসায়িদের লাভ হবে। 

ধনু রাশি
আপনাদের জন্য কেতু গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকুরীজীবিদের জন্য সুখবর নিয়ে আসবে। অনেক সমস্যার সমাধান হবে ও কেরিয়ারে উন্নতির রাস্তা খুলে যাবে। বিত্তীয় ক্ষেত্রে লাভ হবে। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। দেশ-বিদেশের সফর শুরু করতে পারবেন। ধার্মিক ও মাঙ্গলিক কাজে সামিল হতে পারবেন। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement