Jagannath Favorites Zodiac: সর্বদা জগন্নাথদেবের কৃপা পান এঁরা, ৪ রাশির সব বাধা কেটে যায় নিমেষে

Jagannath Favorites Zodiac: কিছুদিন আগেই শেষ হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা। আগামী ২৭ জুন পালিত হবে এ বছরের রথযাত্রা। আষাঢ় মাসের অন্যতম পার্বণ এই রথযাত্রা। জগন্নাথদেবের আশীর্বাদ সব রাশিদের ওপর থাকলেও কিছু রাশিদের ওপর জগন্নাথদেব বিশেষ কৃপা করে থাকেন।

Advertisement
সর্বদা জগন্নাথদেবের কৃপা পান এঁরা, ৪ রাশির সব বাধা কেটে যায় নিমেষেজগন্নাথদেবের প্রিয় রাশি
হাইলাইটস
  • কিছুদিন আগেই শেষ হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা।

কিছুদিন আগেই শেষ হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা। আগামী ২৭ জুন পালিত হবে এ বছরের রথযাত্রা। আষাঢ় মাসের অন্যতম পার্বণ এই রথযাত্রা। জগন্নাথদেবের আশীর্বাদ সব রাশিদের ওপর থাকলেও কিছু রাশিদের ওপর জগন্নাথদেব বিশেষ কৃপা করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়।

বৃষ রাশি
বৃষ রাশি অত্যন্ত প্রিয় জগন্নাথদেবের। তাঁর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের সব কাজে সাফল্য বর্ষিত হয় বলে বিশ্বাস। জগন্নাথের কৃপায় বৃষ রাশির জাতক-জাতিকাদের কাজে কোনও বাধা থাকে না। এই রাশির জাতক-জাতিকারা সহজেই প্রতিটি কাজে সফল পায়।

কর্কট রাশি
জগন্নাথ দেবের কৃপা পেয়ে থাকেন কর্কট রাশির জাতকেরা। বিশেষ করে চাকরিরতরা অনেক উঁচু পদে উঠতে পারেন।  জীবনে সবসময় সুখ বজায় থাকে।

সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব পরিশ্রমী বলে মনে করা হয়। জগন্নাথের কৃপায়, এই রাশির জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল পান খুব সহজেই। এরা খুবই সাহসী, উদ্যমী ও পরিশ্রমী বলে মনে করা হয়ে থাকে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের ওপর সবসময় সদয় থাকেন জগন্নাথদেবের। সাফল্য এবং সম্মান সহজেই পেয়ে থাকেন তাঁরা। ভগবান জগন্নাথের কৃপায় সর্বত্র সমাদৃত হোন। এই রাশির জাতকদের জগন্নাথের পূজা করা উচিত। 

    

POST A COMMENT
Advertisement