Janmashtami 2025 Rashifal: জন্মাষ্টমীতে বিরাট সুযোগ, কৃষ্ণের কৃপায় ৫ রাশির কেরিয়ার ভাগ্য তুঙ্গে

Janmashtami 2025 Rashifal: ১৬ অগাস্ট অর্থাৎ শনিবার গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মের প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মোৎসব আর এই জন্মষ্টমী অনেক কারণের জন্য বিশেষ। বহু বছর পর জন্মাষ্টমীতে এমন যোগ তৈরি হয়েছে, যেখানে চন্দ্রমা নিজের উচ্চ রাশি বৃষে, সূর্য নিজের স্বরাশি সিংহে, গুরু মিথুনে ও মঙ্গল কন্যা রাশিতে থাকবে।

Advertisement
জন্মাষ্টমীতে বিরাট সুযোগ, কৃষ্ণের কৃপায় ৫ রাশির কেরিয়ার ভাগ্য তুঙ্গেজন্মাষ্টমী লাকি রাশি ২০২৫
হাইলাইটস
  • ১৬ অগাস্ট অর্থাৎ শনিবার গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী।

১৬ অগাস্ট অর্থাৎ শনিবার গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মের প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মোৎসব আর এই জন্মষ্টমী অনেক কারণের জন্য বিশেষ। বহু বছর পর জন্মাষ্টমীতে এমন যোগ তৈরি হয়েছে, যেখানে চন্দ্রমা নিজের উচ্চ রাশি বৃষে, সূর্য নিজের স্বরাশি সিংহে, গুরু মিথুনে ও মঙ্গল কন্যা রাশিতে থাকবে। গ্রহদের এই অবস্থানের কারণে আজ জন্মাষ্টমীতে অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থসিদ্ধি, গজলক্ষ্মী ও রাজরাজেশ্বর যোগ তৈরি হবে। এই দুর্লভ সংযোগ ৫ রাশির জন্য খুবই উত্তম বলে মনে করা হচ্ছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য জন্মাষ্টমীতে অর্থলাভের সুযোগ আসবে এই রাশির জাতকদের ক্ষেত্রে। আপনি অনেক শুভ সংবাদ পেতে পারেন। চাকরি যারা করছেন তাদের উন্নতি হবে। এরা কেরিয়ারে সুন্দর সুযোগ পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশিতে গুরু-শুক্রের যুতিতে গজলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। যা এই রাশির জাতকদের জন্য খুবই শুভ। এই রাশির জাতকদের আর্থিক লাভ হবে। বিনিয়োগ থেকে লাভ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

সিংহ রাশি

সূর্যের স্বরাশি সিংহতে এন্ট্রি এই রাশির জাতকদের জন্য ভাল। ভাগ্যের সঙ্গ পাবেন আর যে কারণে সমস্যা দূর হবে। বাড়িতে সুখের আবহ থাকবে। আর্থিক দিক মজবুত হবে।

ধনু রাশি

জন্মাষ্টমীতে তৈরি গজলক্ষ্মী রাজযোগ ধনু রাশির জাতকদের জন্য ধন-দৌলত, সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার জীবনে জাগতিক সুখ বাড়বে। নতুন বাড়ি, গাড়ি কেনরার যোগ রয়েছে। অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ উপার্জন হবে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য জন্মাষ্টমীতে নাড়ু গপোালের কৃপা কেরিয়ার উচ্চে পৌঁছাবে। চাকরি ও ব্যবসা ভাল চলবে। ঘরে সুখের আবহ থাকবে। অর্থ-সম্পত্তি বাড়বে। আপনি কোনও সফরে যেতে পারেন।

 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

 

 

Advertisement

 

POST A COMMENT
Advertisement