Kali Puja 2024 Horoscope: কালীপুজোতে শনি-গুরুর উল্টোচালেই কামাল, ৩ রাশির সুখ হবে ডবল

Kali Puja 2024 Horoscope: শনিগ্রহ আড়াই বছর পর গোচর করে আর বৃহস্পতি ১ বছরে রাশি পরিবর্তন করে। এই সময় শনি ও গুরু এই দুই গ্রহ বক্রী চালে রয়েছে। নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বক্রী ও গুরু গ্রহ বৃষ রাশিতে উল্টোচালে থাকবে। দিওয়ালীর দিন শনি ও গুরু এই দুই গ্রহ বক্রী অবস্থায় থাকবে।

Advertisement
কালীপুজোতে শনি-গুরুর উল্টোচালেই কামাল, ৩ রাশির সুখ হবে ডবল  শনি-গুরুর উল্টোচাল কালীপুজোতে
হাইলাইটস
  • শনিগ্রহ আড়াই বছর পর গোচর করে আর বৃহস্পতি ১ বছরে রাশি পরিবর্তন করে।

শনিগ্রহ আড়াই বছর পর গোচর করে আর বৃহস্পতি ১ বছরে রাশি পরিবর্তন করে। এই সময় শনি ও গুরু এই দুই গ্রহ বক্রী চালে রয়েছে। নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বক্রী ও গুরু গ্রহ বৃষ রাশিতে উল্টোচালে থাকবে। দিওয়ালীর দিন শনি ও গুরু এই দুই গ্রহ বক্রী অবস্থায় থাকবে। নবগ্রহের মধ্যে শনি ও গুরুকে সবচেয়ে বিশেষ গ্রহ বলে মনে করা হয়। দিওয়ালীর সময় এই দুই গ্রহ বক্রী হলে তার প্রভাব সব ১২টি রাশির ওপর পড়তে দেখা যাবে। তবে ৩ রাশির জন্য দ্বিগুণ হয়ে যাবে এই আনন্দ। আসুন সেই ৩ রাশি কারা জেনে নিন। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য গুরু ও শনির উল্টো চালে খুব ধনলাভ হবে। নতুন চাকরির খোঁজ যাঁরা করছেন তাঁরা মনের মতো চাকরি ও প্রত্যাশার চেয়ে বড় পদ ও বেতন পাবেন। যার ফলে আপনি আনন্দে আত্মহারা হবেন। কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে। ব্যবসায় লাভ হবে। টাকা আসার একাধিক রাস্তা খুলে যাবে। জীবনে সুখ আসবে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য গুরু ও শনির উল্টো চাল লাভদায়ক হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। আপনার কাজ প্রশংসিত হবে। যাত্রা করলে সেখান থেকে লাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য শনি ও গুরুর বক্রী চাল খুবই স্বস্তি দেবে। খরচ ও সমস্যা শেষ হবে। এতে আপনার পকেট ভারী থাকবে এবং হালকা অনুভব করবেন। ধন-ধান্য বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। সমাজে মান-সম্মান বাড়বে। দিওয়ালীর উৎসবে ভরপুর আনন্দ নিতে পারবেন। 

POST A COMMENT
Advertisement