জ্যোতিষে রাহু-কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কেতু শুভ ও অশুভ দুই ফলই প্রদান করে থাকে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করে শুভ বা অশুভ দুই ফলই প্রদান করে থাকে। কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে, তার ওপর নির্ভর করে শুভ বা অশুভ ফল দিয়ে থাকে। কেতুর শিরচ্ছেদ করেছিল ভগবান বিষ্ণু। কেতু প্রধানত অপার্থিব, আধ্যাত্মিক ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়। তবে কেতু কিছু রাশির ওপর তাঁর কৃপা দেখিয়ে থাকেন। আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনগুলো।
মেষ রাশি
উগ্র স্বভাব ও উৎসাহে ভরপুর মেষ রাশিতে কেতুর প্রভাবে আধ্যাত্মিক গভীরতা বেড়ে যায়। কেতুর প্রভাবে এঁদের এই গুণের মাত্রা আরও বৃদ্ধি পায়। এই রাশির ব্যক্তিদের আধ্যাত্মিক চিন্তাধারারও উন্নতি ঘটে। কেতুর প্রভাবের ফলে সমাজে এঁদের সম্মান বৃদ্ধি পায়।
কর্কট রাশি
কেতুর কৃপায় কর্কট রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে কখনও বিশেষ সমস্যার মুখে পড়তে হয় না। ছোটখাটো কোনও ঝামেলায় জড়িয়ে পড়লেও, এই রাশির ব্যক্তিরা সহজেই সেখান থেকে বেরিয়ে আসেন। সম্পত্তির ভাগীদার হওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থকষ্ট কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না। গাড়ি, বাড়ি, সম্পত্তি প্রভৃতি সকল বিলাসিতার সুখ এঁরা বেশি কষ্ট না করেই পেয়ে যান।
কন্যা রাশি
সফলতা কন্যা রাশির জাতক-জাতিকাদের নখের ডগায় থাকে। এর নেপথ্যকারণ হল কেতুর আশীর্বাদ। যে কোনও ক্ষেত্রে এই রাশিকে বিশেষ বাধার মুখে পড়তে হয় না। জীবনে চলার পথে কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হলেও, অভাবের মুখে পড়তে হয় না। কেতুর আশীর্বাদে এঁরা অনায়াসেই কঠিন সময় থেকে নিজেদের বার করে আনতে পারেন। কন্যা রাশির ব্যক্তিরা যতটা পরিশ্রম করেন, তার উপযুক্ত পরিমাণ ফল পান।
বৃশ্চিক রাশি
কেতুর সুদৃষ্টির কৃপায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের কখনও অর্থাভাবের মুখে পড়তে হয় না। কখনও অর্থকষ্টের মুখোমুখি হলেও, খুব সহজেই তাঁরা সেই কঠিন সময় কাটিয়ে ওঠেন। এঁদের কোনও কাজে মন দেওয়ার ক্ষমতা অন্যান্য রাশির তুলনায় বেশি হয়। সংসার জীবনও সুখের হয়।
মীন রাশি
রাশিচক্রে সবচেয়ে আধ্যাত্মিক প্রকৃতির রাশি মীনের ওপর স্বাভাবিকভাবে কেতুর কৃপা বেশি থাকে। কেতুর প্রভাবে এই রাশিরা খুবই দয়ালু হন। এই রাশির জাতকদের জীবনে আধ্যাত্মিকতা বেশি করে প্রাধান্য পেয়ে থাকে। যে কারণে সবক্ষেত্রেই এই রাশির জাতকদের সফলতা কেউ আটকাতে পারে না। এঁরা যে কাজ করবে ভাবে তা করেই দম ফেলে। কেতুর কৃপায় কখনও অর্থের অভাব হয় না।