scorecardresearch
 

Lord Shiva Lucky Zodiac: যা চায় তাই পায় এই ৪ রাশি, ভোলেবাবার কৃপায় কোনও বিপদে পড়েন না এরা

Lord Shiva Lucky Zodiac: সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়। এইদিন ভোলোনাথের আরাধনা করলে মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণ অনুযায়ী, মাতা পার্বতী শিবকে তাঁর জীবনে পাওয়ার জন্য ১৬টি সোমবারের ব্রত করেছিলেন।

Advertisement
শিবের প্রিয় রাশি কারা? শিবের প্রিয় রাশি কারা?
হাইলাইটস
  • সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়।

সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়। এইদিন ভোলোনাথের আরাধনা করলে মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণ অনুযায়ী, মাতা পার্বতী শিবকে তাঁর জীবনে পাওয়ার জন্য ১৬টি সোমবারের ব্রত করেছিলেন। পার্বতীর কঠোর তপস্যায় খুশি হয়ে মহাদেব তাঁকে নিজের স্ত্রী রূপে স্বীকার করেন। তাই সোমবার ভগবান শিবকে ভক্তিভরে পুজো করলে ভক্তের সব ইচ্ছে পূরণ হয়। ভগবান শিব অল্পেতেই তুষ্ট হন। তবে কিছু রাশির জাতকদের ওপর শিবের অপার কৃপা থাকে। আসুন জেনে নিই সেই রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশির ওপর মহাদেবের কৃপা সর্বদা থাকে। ভোলেবাবার কৃপায় এই রাশির জাতকেরা সবক্ষেত্রে সফলতা পেয়ে থাকেন। বৈবাহিক জীবনও সুন্দর কাটে এই রাশির জাতকদের। 

তুলা রাশি
তুলা রাশি মহাদেবের প্রিয় রাশিদের মধ্যে একটি। এই রাশির জাকদের প্রত্যেক সোমবার করে মহাদেবের আরাধনা করা উচিত। এতে ভোলেনাথ প্রসন্ন হন। যার ফলে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। মহাদেবের কৃপায় এদের কেরিয়ার ও ব্যবসায় লাভ হয়। 

আরও পড়ুন

মকর রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মকর রাশির স্বামী শনি আর শনি ভোলেনাথকে তাঁর আরাধ্য দেবতা মনে করেন। তাই এই রাশির জাতকদের ওপর সর্বদাই শিবের কৃপা থাকে। 

কুম্ভ রাশি
মহাদেবের কৃপায় এই রাশির জাতকেরা সর্বদা উন্নতি করে। বিনিয়োগ, চাকরি ও ব্যবসায় এঁদের সবসময় লাভ হয়ে থাকে। বলা হয় যে কুম্ভ রাশির জাতকেরা যদি নিষ্ঠাসহকারে শিবের পুজো করে থাকেন তাহলে এঁদের মনের সব ইচ্ছে পূরণ হয়। 

Advertisement