Surya Dev Favorite Zodiac: টাকা-পয়সা থেকে সরকারি চাকরি, সূর্যের প্রিয় ৩ রাশির সোনায় মোড়ানো ভাগ্য

Surya Dev Favorite Zodiac: জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে গ্রহদের রাজা বলে মানা হয়ে থাকে। যখন সূর্য কোনও ব্যক্তির কোষ্ঠীতে ভাল অবস্থানে থাকে তখন ওই ব্যক্তির ওপর সূর্যের কৃপা থাকে। সূর্যের কৃপায় ওই ব্যক্তির জীবনে মান-সম্মান, অর্থ, সুখ-শান্তি ও সফলতা প্রাপ্তি করে।

Advertisement
টাকা-পয়সা থেকে সরকারি চাকরি, সূর্যের প্রিয় ৩ রাশির সোনায় মোড়ানো ভাগ্যসূর্যদেবের প্রিয় রাশি
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে গ্রহদের রাজা বলে মানা হয়ে থাকে।

জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে গ্রহদের রাজা বলে মানা হয়ে থাকে। যখন সূর্য কোনও ব্যক্তির কোষ্ঠীতে ভাল অবস্থানে থাকে তখন ওই ব্যক্তির ওপর সূর্যের কৃপা থাকে। সূর্যের কৃপায় ওই ব্যক্তির জীবনে মান-সম্মান, অর্থ, সুখ-শান্তি ও সফলতা প্রাপ্তি করে। ১২টি রাশির মধ্যে সূর্যদেবের প্রিয় কিছু রাশি রয়েছে, যাঁদের ওপর গ্রহদের রাজার সুনজর থাকে সব সময়। সূর্যদেব কখনও কোনও বিপদ আসতে দেয় না এই রাশিদের। আসুন সেই রাশিদের বিষয়ে জেনে নিন। 

মেষ রাশি
মেষ রাশিকে জ্যোতিষশাস্ত্রে প্রথম রাশি বলে মানা হয়ে থাকে। এই রাশির অধিপতি মঙ্গল গ্রহ, যাকে সূর্যের সমকক্ষ বলে মনে করা হয়। তাই মেষ রাশির জাতকদের ওপর সূর্যদেবের কৃপা সর্বদা থাকে। এই রাশির জাতকেরা সাহস, ক্ষমতাবান ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকেন। সূর্যদেব এঁদের পরিশ্রমের ফল দিয়ে থাকেন, যার ফলে এঁরা সবক্ষেত্রে সফল হন। স্পোর্টস ও ট্যুরিজম ক্ষেত্রে ভাল নাম কামাবেন। 

সিংহ রাশি
সিংহ রাশি সূর্যদেবের নিজের রাশি বলে বিবেচিত। এই কারণে এই রাশির জাতকেরা সূর্যদেবের খুব প্রিয় হয়ে থাকেন। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস ও সাহসে ভরপুর থাকে। সূর্যদেব এঁদের পরিশ্রমের সম্মান দেয় ও সফলতায় বদলে দেয়। সিংহ রাশির জাতকদের সমাজে নিজেদের নেতৃত্বের মাধ্যমে পরিচিতি তৈরি করে এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পান। এঁদের অর্থের অভাব হয় না। 

ধনু রাশি
ধনু রাশির জাতকেরাও সূর্যদেবের প্রিয় হয়ে থাকেন। ধনু রাশির অধিপতি গুরু বৃহস্পতি, যিনি সূর্যদেবের গুরু। সূর্যদেব এই জাতকদের জ্ঞান, বিবেক ও ব্যবহারিক বুদ্ধি প্রদান করে থাকেন। যার জেরে এঁরা লেখালিখি, শিক্ষা, ন্যায় ও ব্যবসায় সফলতা পান। কাজের প্রতি প্যাশন এঁদের সুখী জীবন পেতে সহায়তা করে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Advertisement

POST A COMMENT
Advertisement