Maa Durga Favorite Zodiac: মা দুর্গার খুব প্রিয় এই ৪ রাশি, বিপদে ঢাল হয়ে থাকেন জগজ্জননী

Maa Durga Favorite Zodiac: নবরাত্রির ৯দিন ধরে মা দুর্গার বিভিন্ন রূপের পুজো-অর্চনা করা হয়ে থাকে। অনেকেই এই নবরাত্রির সময়ে ব্রত করে থাকেন। ভক্তেরা মা দুর্গার কৃপা পাওয়ার জন্য পুজো-অর্চনা, উপায় এইসব করেন। মা দুর্গা যাঁদের ওপর কৃপা করেন তাঁরা অপার সুখ-সমৃদ্ধি পেয়ে থাকেন।

Advertisement
মা দুর্গার খুব প্রিয় এই ৪ রাশি, বিপদে ঢাল হয়ে থাকেন জগজ্জননীমা দুর্গার প্রিয় রাশি
হাইলাইটস
  • নবরাত্রির ৯দিন ধরে মা দুর্গার বিভিন্ন রূপের পুজো-অর্চনা করা হয়ে থাকে।

নবরাত্রির ৯দিন ধরে মা দুর্গার বিভিন্ন রূপের পুজো-অর্চনা করা হয়ে থাকে। অনেকেই এই নবরাত্রির সময়ে ব্রত করে থাকেন। ভক্তেরা মা দুর্গার কৃপা পাওয়ার জন্য পুজো-অর্চনা, উপায় এইসব করেন। মা দুর্গা যাঁদের ওপর কৃপা করেন তাঁরা অপার সুখ-সমৃদ্ধি পেয়ে থাকেন। সব মনোস্কামনা পূরণ হয়। তবে জ্যোতিষ অনুসারে, কিছু লোক এমন রয়েছে, যারা মা দুর্গার কৃপা সারাবছর পেয়ে থাকেন। আসুন জেনে নিন তারা কারা। 

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির আরাধ্য মা দুর্গা। তাই বৃষ রাশির জাতকেরা মা দুর্গার বিশেষ কৃপা পেয়ে থাকেন। বহু চ্যালেঞ্জের সমানে পড়েন এই রাশির জাতকেরা তবে তা অতিক্রম করেও ফেলেন। বহু সফলতা পান এই রাশির জাতকেরা। এরা সুখ-সমৃদ্ধি পেয়ে থাকেন। এই রাশির জাতকেরা সব ক্ষেত্রে সফলতা পান। 

সিংহ রাশি
মা দুর্গার বাহন সিংহ আর এই রাশি মাতারাণীর খুবই প্রিয়। সিংহ রাশির জাতকও মা দুর্গার খুবই প্রিয় রাশি। এরা মায়ের কৃপায় সবক্ষেত্রে সফলতা পেয়ে থাকেন। এরা জন্মগত নেতা হয়ে থাকেন। রাজনীতি, ব্যবসায় এরা অনেক অর্থ উপার্জন করেন। যে কোনও বিপদ থেকে রক্ষা করেন দেবী। আর্থিক কোনও সমস্যা এঁদের বিপদে ফেলতে পারে না। 

তুলা রাশি
তুলা রাশি আরাধ্য দেবতা মা দুর্গা। এইজন্য এই রাশির জাতকেরা দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পান। এদের জীবন হয় বিলাসবহুল। নাম ও সম্মান সব পান এরা। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত হয়। নবরাত্রির সময় দুর্গাপুজো করলে কিংবা মন্ত্র জপ করলে বিশেষভাবে আশীর্বাদধন্য হন এই রাশির মানুষেরা।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement