Mangal Favorite Zodiac: সাহস-বীরত্বে ভরপুর ৩ রাশি, লালগ্রহের কৃপায় আকাশ ছোঁয় সাফল্য

Mangal Favorite Zodiac: নবগ্রহের মধ্যে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল আমাদের কর্মের অধিপতি। অর্থাত্‍ মঙ্গল ভালো থাকলে কেরিয়ারে উন্নতি করা সহজ হয়। জাতকের কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হলে কর্মক্ষেত্রে নিজের আধিপত্য ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন জাতক।

Advertisement
সাহস-বীরত্বে ভরপুর ৩ রাশি, লালগ্রহের কৃপায় আকাশ ছোঁয় সাফল্যমঙ্গলের প্রিয় রাশি
হাইলাইটস
  • নবগ্রহের মধ্যে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে।

নবগ্রহের মধ্যে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল আমাদের কর্মের অধিপতি। অর্থাত্‍ মঙ্গল ভালো থাকলে কেরিয়ারে উন্নতি করা সহজ হয়। জাতকের কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হলে কর্মক্ষেত্রে নিজের আধিপত্য ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন জাতক। আবার দুর্বল মঙ্গলের অশুভ প্রভাবে পরিশ্রম করেও কাঙ্খিত সাফল্য লাভ করা যায় না। মঙ্গল ভালো থাকলে সমাজেও প্রতিপত্তি ও সম্মান লাভ করা যায়। কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনও পুরস্কারও লাভ করতে পারেন ওই ব্যক্তি। তবে রাশিচক্রের ৩ রাশির ওপর মঙ্গলের কৃপা সবচেয়ে বেশি থাকে। আসুন জেনে নিন তাঁরা কারা।

মেষ রাশি
বৈদিক জ্যোতিষে মঙ্গল মেষ রাশির অধিপতি। এরকম অবস্থায় মেষ রাশির ওপর মঙ্গলের শুভ প্রভাব পড়ে। মেষ রাশি এই গ্রহের মূল ত্রিকোণ রাশি যার কারণে এই রাশির ওপর মঙ্গলের সরাসরি প্রভাব পড়ে। এই রাশির জাতকেরা এনার্জিতে ভরপুর, সাহসী ও নেতৃত্ব দিয়ে থাকে। কঠিন সময়ে এই রাশির জাতকেরা ধৈর্য্য রাখে এবং মানুষকে অনুপ্রাণিত করে। সেনা, প্রশাসনিক ক্ষেত্রে এদের কেরিয়ার উজ্জ্বল হয়। ব্যবসায় সফলতা পান এরা। মঙ্গলের মহাদশা ও অন্তর্দশায় জাতকেরা অর্থ ও সম্পত্তি অর্জন করে।  

বৃশ্চিক রাশি
মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির স্বামী গ্রহ। এরকম অবস্থায় এই রাশির জাতকদের ওপর মঙ্গলের শুভ প্রভাব থাকে। এই জাতকেরা এনার্জিতে ভরপুর হয় আর উদ্দীপনাও এদের প্রচুর। এরা পুরো উদ্দীপনার সঙ্গে কাজ করে থাকেন। কঠিন সময়েও এরা বিচলিত হন না। সফলতার দিকে খুব সহজেই এরা পৌঁছে যান। এই জাতকেরা শৌর্যবান হয় আর মঙ্গলের প্রভাবের কারণে নিজের শত্রুদের ওপর বদলা অবশ্যই নেন। সেটা বছর পেরিয়ে গেলেও তারা ভোলেন না। এরা সব বিপদকে সামলাতে পারেন। মঙ্গলের মহাদশায় সফলতার শিখরে পৌঁছান এরা। 

মকর রাশি
মকর রাশির জাতকদের ওপর মঙ্গলের কৃপা সর্বদাই থাকে। সব রাশিদের মধ্যে মকর এমন এক রাশি, যে মঙ্গল গ্রহের উচ্চস্থানে রয়েছে। মঙ্গল গ্রহের কৃপায় মকর রাশির জাতকেরা ধৈর্যবান ও অনুশাসিত হন। শারীরিক ও মানসিক রূপে এরা মজবুত হয়ে থাকেন। জাতকরা নিজেদের কেরিয়ারে খুব দ্রুত উন্নতি করেন। যখন মঙ্গলের মহাদশা ও অর্ন্তদশা চলে তখন মকর রাশির জাতকদের ধন লাভের যোগ তৈরি হয়। সমাজে সম্মান প্রাপ্তি হয়।  

Advertisement

POST A COMMENT
Advertisement