Mangal Gochar 2025: মঙ্গলের বছরে লাল গ্রহের দাপট, ৪ রাশির পোড়া কপাল জাগবে

Mangal Gochar 2025: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহের সেনাপতি মঙ্গল বেশ গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। মঙ্গলকে আত্মবিশ্বাস, সাহস, শক্তি, পরাক্রম, ভাই, ভূমিকার কারক বলে মনে করা হয়ে থাকে। যার কারণে মঙ্গলের রাশি পরিবর্তন বা অবস্থান বদল হলে ১২টি রাশির ওপর এর প্রভাব দেখতে পাওয়া যায়।

Advertisement
মঙ্গলের বছরে লাল গ্রহের দাপট, ৪ রাশির পোড়া কপাল জাগবেমঙ্গল গোচর
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহের সেনাপতি মঙ্গল বেশ গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহের সেনাপতি মঙ্গল বেশ গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। মঙ্গলকে আত্মবিশ্বাস, সাহস, শক্তি, পরাক্রম, ভাই, ভূমিকার কারক বলে মনে করা হয়ে থাকে। যার কারণে মঙ্গলের রাশি পরিবর্তন বা অবস্থান বদল হলে ১২টি রাশির ওপর এর প্রভাব দেখতে পাওয়া যায়। জেনে রাখুন মঙ্গল এই সময় মিথুন রাশিতে বিরাজ করছে। কিন্তু চৈত্র নবরাত্রির সময় অর্থাৎ ৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোর ১টা ৫৬ মিনিটে কর্কট রাশিতে যাওয়ায় কিছু রাশির লাভ হতে চলেছে। ৭ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে মঙ্গল। মঙ্গল তার নীচ রাশিতে যাওয়ার ফলে কিছু রাশির জাতকদের লাভ হবে আবার কিছু রাশিকে সামলে চলতে হবে। আসুন জেনে নিই কোন কোন রাশি এই সময় লাভ করবে। 

কর্কট রাশি
এই সময় সন্তানদের সঙ্গ পাবেন আপনি। নতুন বন্ধু তৈরি হবে। অফিসে আপনার কাজে মনোযোগ কম লাগবে। পড়ুয়াদের শিক্ষায় সফলতা মিলবে। আপনার কাঁধে অফিসের নতুন দায়িত্ব আসবে। কেরিয়ারে ইতিবাচক দিক আসতে পারে। পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। মানুষ আপনার প্রশংসা করবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জন্য মঙ্গলের রাশি পরিবর্তন অর্থ সংক্রান্ত মামলার জন্য শুভ প্রমাণিত হবে। ব্যবসায় নতুন চুক্তি হবে। মঙ্গলের প্রভাবে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। লাভ ও সঞ্চয়ের সঙ্গে সঙ্গে খরচের যোগও তৈরি হচ্ছে। তাই বুঝেশুনে চলতে হবে। এই সময় মিথু রাশির জীবনে মঙ্গলময় কিছু কাজ হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর শুভ ফল দেবে। জমি-সম্পত্তির বিষয়ে সফলতা পেতে পারেন। মামলা-মোকদ্দমায় আপনার জয় হবে। বিদেশ যাওয়ার সুযোগ আসবে। ধার্মিক সফরে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায় কোনও ভাল চুক্তি হতে পারে। 

বৃশ্চিক রাশি
মঙ্গল গোচর আপনাকে দারুণ সময় এনে দেবে। মনে আধ্যাত্মিকতা ও ইচিবাচকতা ঝোঁক বাড়বে। আর্থিক দিক মজবুত হবে। ধার্মিক কাজ করলে মন শান্ত থাকবে। ইতিবাচকতা নিয়ে কিছু করলে তা সফল হবে। মঙ্গলের কর্কট রাশিতে থাকাকালীন কোনও শুভ সংবাদ পেতে পারেন।

Advertisement

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement