Mangal Gochar 2025: মঙ্গলের বছরে অমঙ্গল শুরু, ৩ রাশির দুঃশ্চিন্তা বাড়াবে লালগ্রহ

Mangal Gochar 2025: গ্রহের সেনাপতি, ভূমি পুত্র মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। মঙ্গলকে ভূমিপুত্র, যুদ্ধের দেবতা সঙ্গে শক্তি, উর্জা, সাহস ও পরাক্রমের কারক হিসাবে মানা হয়ে থাকে। জেনে রাখুন এই সময় মঙ্গল মিথুন রাশিতে বিরাজ করছে।

Advertisement
মঙ্গলের বছরে অমঙ্গল শুরু, ৩ রাশির দুঃশ্চিন্তা বাড়াবে লালগ্রহমঙ্গল গোচর
হাইলাইটস
  • গ্রহের সেনাপতি, ভূমি পুত্র মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়।

গ্রহের সেনাপতি, ভূমি পুত্র মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। মঙ্গলকে ভূমিপুত্র, যুদ্ধের দেবতা সঙ্গে শক্তি, উর্জা, সাহস ও পরাক্রমের কারক হিসাবে মানা হয়ে থাকে। জেনে রাখুন এই সময় মঙ্গল মিথুন রাশিতে বিরাজ করছে। কিন্তু দোলের পর অর্থাৎ ৩ এপ্রিল ২০২৫ সালে দুপুর ১টা ৫৬ মিনিটে মঙ্গল নিজের নীচ রাশি কর্কটে প্রবেশ করবে। মঙ্গলের নিজের নীচ রাশি কর্কটে আসতেই কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা তৈরি হতে শুরু করবে। দেখুন সেই রাশি কারা। 

মেষ রাশি
মঙ্গল তার নীচ রাশিতে প্রবেশ করতেই এই রাশির জাতকের জীবনে উথাল পাতাল শুরু হয়ে যাবে। এই জাতকদের জীবন থেকে সুখ-সুবিধা দ্রুত কমতে শুরু করে দেবে। পরিবারে কোনও বিষয় নিয়ে অশান্তি শুরু হয়ে যাবে। কেরিয়ারে একাধিক চ্যালেঞ্জ আসতে পারে। বরিষ্ঠ আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা পাবেন না। যার ফলে আপনি দুঃশ্চিতায় থাকবেন। ব্যবসায় আপনার হাত থেকে বড় বড় সুযোগ বেরিয়ে যাবে। তাই কোনও কাজ করার আগে কৌশল তৈরি করে নিন। অপ্রয়োজনীয় খরচ চিন্তা বাড়াবে। অর্থ সঞ্চয় করতে পারবেন না। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। 

মিথুন রাশি
মঙ্গলের কর্কট রাশিতে প্রবেশ করতেই এই রাশির অশান্তি বাড়বে বই কমবে না। পরিবার সংক্রান্ত সমস্যা বাড়বে। কর্মস্থানে কোনও কাজ বা কথা বলার সময় সাবধানতা অবলম্বন করুন। কারণ আপনার বিরুদ্ধে এগুলোই ব্যবহার হতে পারে। কাজের জায়গায় কোনও তর্ক-বিতর্কে জড়াবেন না। অপ্রয়োজনীয় খরচ চিন্তা বাড়াবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। 

মীন রাশি
মঙ্গল তার নীচ রাশিতে প্রবেশ করতেই মীন রাশির সমস্যা বাড়বে। কাজ নিয়ে চিন্তায় থাকবেন। তবে আপনার বুদ্ধি খুলবে। কাজের চাপে কর্মস্থানে একটু চিন্তায় থাকবেন। এর জেরে কোনও ভুল কাজ করতে পারেন। ব্যবসায় আপনার অংশীদারের সঙ্গ পাবেন না। যার খারাপ প্রভাব ব্যবসায় দেখা দেবে। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

POST A COMMENT
Advertisement