Mangal Gochar 2024: একমাস পর শনির নক্ষত্রে মঙ্গলের খেলা, বছরভর মঙ্গলময় জীবন ৩ রাশির

Mangal Gochar 2024: গ্রহের সেনাপতি মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি ছাড়াও নক্ষত্র পরিবর্তন করে থাকে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন মঙ্গল এপ্রিল মাসের শুরুতে অর্থাৎ ৩ এপ্রিল নিজের নীচ রাশি কর্কটে প্রবেশ করবে।

Advertisement
একমাস পর শনির নক্ষত্রে মঙ্গলের খেলা, বছরভর মঙ্গলময় জীবন ৩ রাশিরমঙ্গলের গোচর
হাইলাইটস
  • গ্রহের সেনাপতি মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি ছাড়াও নক্ষত্র পরিবর্তন করে থাকে

গ্রহের সেনাপতি মঙ্গল এক নিশ্চিত সময়ের পর রাশি ছাড়াও নক্ষত্র পরিবর্তন করে থাকে, যার প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন মঙ্গল এপ্রিল মাসের শুরুতে অর্থাৎ ৩ এপ্রিল নিজের নীচ রাশি কর্কটে প্রবেশ করবে। এরপর ১২ এপ্রিল সকাল ৬টা ৩২ মিনিটে পুর্নবসু নক্ষত্র থেকে বেরিয়ে পুষ্য নক্ষত্রে প্রবেশ করে যাবে। শনির নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি কিছু রাশির জাতকদের সুসময় নিয়ে আসবে। আসুন জেনে নিই মঙ্গলের পুষ্য নক্ষত্রে প্রবেশ করাতে কোন রাশির কেমন সময় যাবে। 

বৃষ রাশি
মঙ্গল পুষ্য নক্ষত্রে প্রবেশের সঙ্গে এই রাশির জাতকেরা সব ক্ষেত্রে অপার সফলতা পাবেন। আপনার বানানো পরিকল্পনা সঠিক দিশায় থাকবে, যার ফলে আপনি লাভ করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি খুব লাভ করবেন। চাকরি পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় ক্ষেত্রে আপনি নিজের যোগ্যতার দমে অধিক লাভ করতে পারবেন। প্রেমের জীবন ভাল যাবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। এর সঙ্গে আপনি সঞ্চয় করতে সফল হবেন। 

কর্কট রাশি
মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই কর্কট রাশির চাকরি-ব্যবসায় খুব লাভ হবে। কেরিয়ারের ক্ষেত্রে চাকরির অনেক সুযোগ পাবেন। এর পাশাপাশি ভাল উন্নতি হবে। ব্যবসায় স্টকের মাধ্যমে আপনি বেশ আয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। আয়ের নতুন রাস্তা খুলবে। প্রেমের জীবন আরও মধুর হবে এবং সঙ্গীকে নিজের মনের কথা বোঝাতে সফল হবেন। 
 
তুলা রাশি
মঙ্গল এই রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতকদের এই সময় যাত্রা করতে হতে পারে। তবে এতে আপনি সফলতা পাবেনয কেরিয়ারের ক্ষেত্রে আপনি নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায় আপনার দ্বারা তৈরি রণনীতির কৌশল সফল প্রমাণিত হবে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পৈতৃক সম্পত্তির মাধ্যমে আপনি অনেক অর্থ উপার্জন করবেন। এর সঙ্গে পর্যাপ্ত মাত্রায় অর্থ উপার্জনের সুযোগ পাবেন। প্রেমের জীবন ভাল থাকবে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement