Mangal Gochar: মঙ্গলই ঘোচাবে দৈন্যদশা, মাসের শেষে জ্যাকপট ৩ রাশির

Mangal Gochar: মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়েছে। এই গ্রহ রক্ত, সম্পত্তি, সাহস, ক্রোধ ওুধ গ্হ পরাক্রমের কারক। বাকী গ্রহদের মতো মঙ্গলও নিয়মিতভাবে গ্রহ গোচর করে থাকেন। মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে তার প্রভাব সব রাশিচক্রের ওপর পড়তে দেখা যায়।

Advertisement
মঙ্গলই ঘোচাবে দৈন্যদশা, মাসের শেষে জ্যাকপট ৩ রাশিরমঙ্গল গোচর
হাইলাইটস
  • মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়েছে।

মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়েছে। এই গ্রহ রক্ত, সম্পত্তি, সাহস, ক্রোধ ওুধ গ্হ পরাক্রমের কারক। বাকী গ্রহদের মতো মঙ্গলও নিয়মিতভাবে গ্রহ গোচর করে থাকেন। মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে তার প্রভাব সব রাশিচক্রের ওপর পড়তে দেখা যায়। কারোর ভাগ্য সঙ্গ দেয় আবার কারোর ক্ষতি হয়। মঙ্গল ২৮ জুলাই সন্ধে ৭টা ৫৮ মিনিটে কন্যা রাশিতে গোচর করবে। এই রাশির অধিপতি হল বুধ গ্রহ। যাকে ধন-সমৃদ্ধি ও সুখ-শান্তির কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশ ৩ রাশিদের জন্য খুবই সুবিধাজনক হবে। এদের কেরিয়ারে উন্নতি ও আমদানি বাড়বে। আসুন জেনে নিই সেইসব ভাগ্যশালী রাশি কারা। 

মীন রাশি
মীন রাশির অধিপতি গুরু। গুরু ও মঙ্গল একে-অপরের বন্ধু। অবিবাহিতদের কাছে এই সময় বিয়ের প্রস্তাব আসতে পারে। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। অন্যেরা আপনার সিদ্ধান্তের সম্মান করবে। 

সিংহ রাশি
জ্যোতিষ মতে, মঙ্গলের এই গোচর সিংহ রাশির জন্য ফলদায়ক প্রমাণিত হবে। চাকরির পাশাপাশি নতুন কোনও ব্যবসাও এই সময় শুরু করতে পারেন। এতে আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। আকস্মিক অর্থলাভের সুযোগ রয়েছে। কোনও পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। 

ধনু রাশি
মঙ্গলের গোচর আপনাদের জন্য শুভ ফল দেবে। ২৮ জুলাইয়ের পর চাকরিজীবিদের পদ ও প্রভাব বাড়বে। নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। নিজের ব্যবসায় আপনার লাভ এই সময় অনেকটাই বেড়ে যাবে। এই সময় আপনি কোনও লাভদায়ক চুক্তি করতে পারেন। পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে।

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

 

Advertisement

POST A COMMENT
Advertisement