১৮ মে কেতু সিংহ রাশিতে প্রবেশ করে ফেলেছে আর ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষ অনুসারে, এই দুই প্রভাবশালী গ্রহ ২৮ জুলাই পর্যন্ত এই অবস্থানে থাকবে। এখন এই দুই গ্রহ একে-অপরের খুব কাছে আসতে চলেছে। ১৮ বছর পর সিংহ রাশিতে এদের যুতি তৈরি হবে এই যুতি খুবই বিপজ্জনক বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। মঙ্গল যেখানে শক্তি, যুদ্ধ ও রাগের কারক। অপরদিকে, কেতুকে ক্ষতি ও মোক্ষের কারক বলে মানা হয়। এই দুই গ্রহের মিলন পরাক্রম, বিস্ফোরক ও বিনাসের মতো পরিস্থিতি তৈরি করতে চলেছে।
মঙ্গল-কেতুর অশুভ যুতি
মঙ্গল-কেতুর এই যুতির প্রভাব গোটা বিশ্বে দেখা যাবে। একাধিক চরম স্থিতির ঘটনা ঘটবে। মঙ্গল-কেতুর বিপদের ফলে জোড়া যুদ্ধ, বিমান দুর্ঘটনা, ভূমিকম্প ও রাজনীতিতে চড়াই-উৎরাই দেখা দেবে। মঙ্গল-কেতুর এই যুতি ৪ রাশির ওপর খারাপ প্রভাব ফেলবে। এদের লোকসান হবে। এই ৪ রাশির জাতকদের এই সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গল-কেতুর এই যুতিকে কুজকেতু যোগ বলা হচ্ছে।
মেষ রাশি
কুজকেতু যোগে মেষ রাশির অশুভ সময় আসতে চলেছে। এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদে জড়াতে পারেন। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। সঠিক খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।
সিংহ রাশি
মঙ্গল এবং কেতুর সংযোগ সিংহ রাশির জীবন দুর্বিষহ করে তুলবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। চাকরিতে অর্থ ও পদ উভয়ই হারাতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের তিক্ততা হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। আর্থিক সমস্যায় পড়বেন।
বৃশ্চিক রাশি
কুজকেতুর প্রভাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। অসাবধান হলে খোয়াতে পারেন অর্থ। অফিসে পদ হারানোরও ভয় রয়েছে। স্বাস্থ্যের প্রতি নজর থাকুন, দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন।
মীন রাশি
মঙ্গল-কেতুর ভয়ঙ্কর যোগে নানা রকম ঝামেলায় জড়াতে পারেন মীন রাশির মানুষেরা। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। হাড়ের ব্যথা ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।