Mangal Ketu Yuti 2025: মঙ্গল-কেতুর ভয়ঙ্কর যোগ শুরু, মাসের শেষ পর্যন্ত ভুগতে হবে ৩ রাশিকে

Mangal Ketu Yuti 2025: জ্যোতিষশাস্ত্রে গ্রহদের চাল ও তাদের অবস্থান বদলের ওপর গণনা করা হয়ে থাকে। সম্প্রতি মঙ্গল গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। যেখানে প্রথম থেকেই কেতু বিরাজ করছে। মঙ্গল ও কেতু দুটোই উগ্র গ্রহ হিসাবে পরিচিত।

Advertisement
মঙ্গল-কেতুর ভয়ঙ্কর যোগ শুরু, মাসের শেষ পর্যন্ত ভুগতে হবে ৩ রাশিকেজুলাইতে ঘোর বিপদ ৩ রাশির
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহদের চাল ও তাদের অবস্থান বদলের ওপর গণনা করা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের চাল ও তাদের অবস্থান বদলের ওপর গণনা করা হয়ে থাকে। সম্প্রতি মঙ্গল গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। যেখানে প্রথম থেকেই কেতু বিরাজ করছে। মঙ্গল ও কেতু দুটোই উগ্র গ্রহ হিসাবে পরিচিত। ৩০ জুন মঙ্গল ও কেতু আরও কাছাকাছি চলে এসেছে। যার ফলে তাঁদের অশুভ যুতির প্রভাব বেশি বেড়ে গিয়েছে। ২৮ জুলাই পর্যন্ত মঙ্গল-কেতু যুতি থাকবে আর ৩ রাশির ওপর খারাপ প্রভাব পড়বে। 

মেষ রাশি
মঙ্গল-কেতু যুতি মেষ রাশির স্বাস্থ্য বিগড়াতে পারে। এদের অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেবে। ব্যবসায় সতর্ক হতে হবে। নয়তো লোকসান হতে পারে। বিনিয়োগের জন্য এই সময়টা সঠিক নয়। দাম্পত্যে মতবিরোধ হতে পারে। কুজকেতু যোগে মেষ রাশির অশুভ সময় আসতে চলেছে। এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদে জড়াতে পারেন। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। সঠিক খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের পৈতৃক সম্পত্তির সঙ্গে যুক্ত সমস্যার সম্মুখীন হতে হবে। শত্রুরা আপনাকে লোকসান করার জন্য মুখিয়ে আছে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া বা বিবাদ হতে পারে। বিনিয়োগ করলেও তাতে ঝুঁকি থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের তিক্ততা হতে পারে।  সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন৷ আর্থিক সমস্যায় পড়বেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকেরা কড়া ভাষা ও রাগের কারণে নিজেদের ক্ষতি করতে পারেন। সিদ্ধান্ত ভেবে-চিন্তে নিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক লোকসান হতে পারে। ঋণ বাড়তে পারে। আর্থিক অবস্থান টালমাটাল থাকবে।  

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement

POST A COMMENT
Advertisement