Navpancham Rajyog 2025: যমে-মঙ্গলে জোরালো নবপঞ্চম রাজযোগ, পুজোর আগেই ৩ রাশির বেতন বাড়বে

Navpancham Rajyog 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের সেনাপতি মঙ্গল প্রায় ৪৫দিন পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, এই সময় মঙ্গল কন্যা রাশিতে বিরাজ করছে, যার ফলে মঙ্গল শনির সঙ্গে সমসপ্তক যোগ ও কুম্ভে থাকা রাহুর সঙ্গে ষড়াষ্টক যোগের নির্মাণ করবে।

Advertisement
যমে-মঙ্গলে জোরালো নবপঞ্চম রাজযোগ, পুজোর আগেই ৩ রাশির বেতন বাড়বেযমে-মঙ্গলে মিলে ৩ রাশির পোয়া বারো
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের সেনাপতি মঙ্গল প্রায় ৪৫দিন পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের সেনাপতি মঙ্গল প্রায় ৪৫দিন পর রাশি পরিবর্তন করে, যার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, এই সময় মঙ্গল কন্যা রাশিতে বিরাজ করছে, যার ফলে মঙ্গল শনির সঙ্গে সমসপ্তক যোগ ও কুম্ভে থাকা রাহুর সঙ্গে ষড়াষ্টক যোগের নির্মাণ করবে। অপরদিকে, ১০ অগাস্ট যমের সঙ্গে সংযোগ করে নবপঞ্চম রাজযোগের নির্মাণ করতে চলেছে মঙ্গল, যার ফলে কিছু রাশির বিশেষ লাভ হবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যশালী রাশি কারা। 

জ্যোতিষশাস্ত্র মতে, ১০ অগাস্ট ভোর ৪টে ৩৮ মিনিটে মঙ্গল ও যম একে-অপরের ১২০ ডিগ্রিতে থাকবে, যার ফলে শক্তিশালী নবপঞ্চম রাজযোগেল নির্মাণ হবে। 

মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য মঙ্গল ও যমের সংযোগে তৈরি নবপঞ্চম রাজযোগ বেশ লাফদায়ক হবে। এই রাশির জাতকদের দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হবে। আপনি লাক্সারি কোনও জিনিস কিনতে পারেন। আর্থিক দিক থেকে আপনার অবস্থান মজবুত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আপনি বিরোধীদের কড়া টক্কর দেবেন। মান-সম্মান দ্রুত বাড়বে। জীবনে সুখ কড়া নাড়বে। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ অনুকূল থাকবে। এই রাশির জাতকদের হঠাৎ করে অর্থলাভ হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। যাদের কাজ ঘুরে ঘুরে তাদের কাজ আরও ভাল চলবে। সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা শেষ হবে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকলে জীবন ভালই চলবে। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্য মঙ্গল ও যমের সংযোগে তৈরি নবপঞ্চম যোগ ফলদায়ক হবে। এই রাশির জাতকদের অনেক ক্ষেত্রে অপার সফলতা মিলবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। সম্পত্তি সংক্রান্ত মামলায় লাভ হবে। ভাই-বোনেদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। শত্রুদের পরাজিত করতে পারবেন। অধিকাংশ কাজেই সফতা পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement