২৮ জুলাই মঙ্গল গোচর হবে। এইদিন সন্ধ্যে ৭টা বেজে ৫৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। এতে মঙ্গল বুধের যুতি তৈরি হবে। জ্যোতি। অনুসারে মঙ্গল ও বুধ একে-অপরের শত্রু গ্রহ। তাই এদের যুতি তৈরি হলে কিছু রাশির জীবনে ঘোর বিপদ নেমে আসবে। আসুন সেই ৫ রাশি কারা জেনে নিই।
মিথুন রাশি
মঙ্গলের গোচরে মিথুন রাশির আর্থিক ক্ষতি হতে পারে। খরচ বাড়তে পারে এবং আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনার ওপর টাকা খরচ হবে আপনার। পরিবারে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল যাবে না। আর্থিক সঙ্কট দেখা দেবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের খরচ বাড়বে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আপনার স্বাস্থ্য বিগড়াতে পারে। খাওয়া-দাওয়ার দিকে নজর রাখুন। অশান্তি থাকবে। আপনার শত্রুদের সঙ্গে কড়া টক্কর হবে। দাম্পত্যে ঝামেলা হতে পারে। পুরনো কোনও রোগ ফিরে আসতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের মঙ্গল ও বুধের যুতি কেরিয়ারে চ্যালেঞ্জ নিয়ে আসবে। মনোযোগ দিয়ে কাজ করুন। অফিস রাজনীতি থেকে দূরে থাকুন। পরিশ্রমের ফল পাবেন। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের এই সময় কোনও সফর বা যাত্রা থেকে বিরত থাকতে হবে। আঘাত লাগতে পারে। ধৈর্য নিয়ে চললে এই সময়কাল সহজেই কাটিয়ে দিতে পারবেন। বৈবাহিক সম্পর্কে তিক্ততা বাড়তে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকদের ব্যবসায় অংশীদারিত্বের কাজে লোকসান হতে পারে। অর্থ ডুবতে পারে ব্যবসায়। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। এই সময়কালটা ধৈর্য ও বুঝেসুঝে কাজ করা দরকার।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)