Mangal Gochar 2025: মঙ্গলের বছরে লাল গ্রহের কেরামতি, ১ মাস পর ৩ রাশির হাতে প্রচুর টাকা

Mangal Gochar 2025: বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ প্রায় ১৮ মাস পর রাশি বদল করে থাকে। মঙ্গলকে ভূমি, রক্ত, সাহস, পরাক্রম ও রাগের কারক বলে মনে করা হয়। এইজন্য মঙ্গল গ্রহের গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

Advertisement
মঙ্গলের বছরে লাল গ্রহের কেরামতি, ১ মাস পর ৩ রাশির হাতে প্রচুর টাকামঙ্গলের গোচর

বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ প্রায় ১৮ মাস পর রাশি বদল করে থাকে। মঙ্গলকে ভূমি, রক্ত, সাহস, পরাক্রম ও রাগের কারক বলে মনে করা হয়। এইজন্য মঙ্গল গ্রহের গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই লাল গ্রহ এপ্রিল মাসে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে কিছু রাশির ভাগ্য বদলাতে চলেছে। এই রাশিদের ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। আসুন জেনে নিন সেই লাকি রাশি কারা। 

বৃশ্চিক রাশি
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের এই রাশিদের সময় ভাল যাবে। আপনার ভাগ্য সঙ্গ দেবে। নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন যা আপনার উন্নতি করবে। আপনি দেশ-বিদেশের যাত্রা করতে পারেন। কোনও মাঙ্গলিক বা ধার্মিক কাজে অংশ নিতে পারেন। পড়ুয়া হলে শিক্ষাক্ষেত্রে আপনার প্রয়াস সফল হবে। পছন্দের স্কুল-কলেজে ভর্তি হতে পারবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন পূরণ হবে। 

কন্যা রাশি
আপনাদের জন্য ভূমিপুত্র মঙ্গলের গোচর লাভজনক প্রমাণিত হবে। আয় বাড়বে। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনি বিভিন্ন মাধ্যম থেকে টাকা কামতে পারবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সন্তানের পক্ষ থেকে শুভ খবর পাবেন। 

ধনু রাশি
মঙ্গলের গোচর ধনু রাশির মানুষদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। কেরিয়ার ও ব্যবসায় দারুণ লাভ হবে। এই দুই ক্ষেত্রে সফলতা পাবেন। নিজের করা প্রয়াস থেকেও লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। নিজের পরিশ্রমের জোরে অর্থলাভ করতে পারবেন। চাকুরিজীবিদের পদোন্নতির সম্ভাবনা। বেকার যুবকদের চাকরির নতুন সুযোগ আসবে। 

POST A COMMENT
Advertisement