জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে সাহস, উদ্দীপনার গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে, মঙ্গল ১২ মে অশলেষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল কারোর কোষ্ঠীতে ভাল অবস্থায় থাকলে সেই ব্যক্তির উন্নতি কেউ রুখতে পারে না। আবার মঙ্গলের অবস্থান খারাপ হলে সেই ব্যক্তির দুর্দশার শেষ নেই। মঙ্গলের এই নক্ষত্রের পরিবর্তন ৫ রাশির জীবনে দারুণ সময় নিয়ে আসবে। আসুন দেখে নিন সেই রাশিগুলো কারা।
মেষ রাশি
মঙ্গলের নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাকদের জন্য খুবই শুভ ও অনুকূল হতে চলেছে। মঙ্গলের শুভ প্রভাবে আত্মবিশ্বাস মজবুত হবে। সেনাতে কাজ করা লোক শত্রুর ওপর বিজয় লাভ করবে। জমি সংক্রান্ত কাজে ধনলাভ হবে। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। সন্তান সুখ প্রাপ্তি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে।
কর্কট রাশি
মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে। মানসিক দিক থেকে সন্তুষ্ট থাকবেন। ব্যবসা বিস্তার হবে। মা-বাবার থেকে অর্থলাভ হবে। চাকুরীজিবীদের এই সময় উপলব্ধি অর্জন করবে। ব্যবসায় আর্থিক বিস্তার হবে। রাগের ওপর নিয়ন্ত্রণ হবে।
বৃশ্চিক রাশি
মঙ্গলের নক্ষত্র পরিবর্তন জীবনে শুভ জিনিসের সূচনা হবে। এই সময় ব্যবসায় জবরদস্ত আর্থিক লাভ হবে। মা-বাবার আশীর্বাদ প্রাপ্তি হবে। জমি সংক্রান্ত মামলা থেকে মুক্তি পাবেন। আদালতে আটকে থাকা মামলা সম্পূর্ণ হবে। যাত্রা যোগে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। চাকুরীজিবীদের জাতকদের বড় লাভ হতে পারে।
মকর রাশি
মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে পরাক্রম বৃদ্ধি হবে। কোনও কাজ যা লম্বা সময় ধরে আটকে ছিল তা পূরণ হবে। সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা পাবেন। ব্যবসায় আর্থিক পরিস্থিতি প্রথম থেকে ভাল থাকবে। মানসিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায় জবরদস্ত প্রসার হবে। মা-বাবার সহযোগিতা প্রাপ্তি হবে।