বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহেরা এক নিশ্চিত সময়ে গোচর করে নিজের মিত্র ও শত্রু গ্রহের সঙ্গে যুতি তৈরি করে, যার প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে শুক্র গ্রহ মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫-এ সকাল ৭টা ১২ মিনিটে মীন রাশিতে প্রবেশ করে ফেলেছে। যেখানে রাহু গ্রহ প্রথম থেকেই বিরাজ করছিল। এরকম অবস্থায় রাহুর সঙ্গে শুক্রের যুতি তৈরি হতে চলেছে। এই যুতি কিছু রাশির জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে।
কর্কট রাশি
রাহু ও শুক্রের সংযোগ আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এইসময় ভাগ্য সঙ্গ দেবে। দেশ-বিদেশের যাত্রা করতে পারেন। কোনও কাজ আটকে থাকলে তা সম্পন্ন হবে। আপনার ভাবা কোনও পরিকল্পনা বাস্তব রূপ নেবে। কোনও একটা দায়িত্ব পাবেন যেটা আপনার কেরিয়ারকে ওপরের দিকে তুলবে। পডুয়াদের আরও ভাল পড়াশোনায় মনোযোগ দেবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
মীন রাশি
রাহু ও শুক্রের যোগ এই রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। আপনার কোনও পরিকল্পনা বাস্তব রূপ নেবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ আসবে। স্বাস্থ্য ভাল থাকবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। সমাজে জনপ্রিয়তা বাড়বে। আপনি মান-সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবন মধুর হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
মিথুন রাশি
রাহু ও শুক্রের যুতি মিথুন রাশির জাতকদের কাজ-ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। এই সময় বিশেষ উন্নতি করতে পারবেন। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। উচ্চ আধিকারিকদের সঙ্গ পাবেন এবং নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। কেরিয়ার আরও ভাল জায়গায় যাবে। অর্থ প্রাপ্তির নতুন রাস্তা খুলবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। ব্যবসায় লাভ হবে এবং বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন।