Rahu Gochar: রাহুর অবস্থানে বিরাট বদল, পাপী গ্রহের কৃপায় ৩ রাশির প্রেমে মিষ্টতা বাড়বে

Rahu Gochar: জীবনে যত অপ্রত্যাশিত ঘটনা ঘট তার রাহু বলেই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। হিন্দু পয্চাঙ্গ অনুসারে, ২১ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতির অধিপতি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে রাহু প্রবেশ করতেই ৩ রাশির জাতকদের দারুণ লাভ প্রাপ্ত হবে।

Advertisement
রাহুর অবস্থানে বিরাট বদল, পাপী গ্রহের কৃপায় ৩ রাশির প্রেমে মিষ্টতা বাড়বেরাহুর নক্ষত্র বদল
হাইলাইটস
  • জীবনে যত অপ্রত্যাশিত ঘটনা ঘট তার রাহু বলেই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

জীবনে যত অপ্রত্যাশিত ঘটনা ঘট তার রাহু বলেই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। হিন্দু পয্চাঙ্গ অনুসারে, ২১ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতির অধিপতি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে রাহু প্রবেশ করতেই ৩ রাশির জাতকদের দারুণ লাভ প্রাপ্ত হবে। রাহুর কৃপায় কোন কোন রাশি লাভবান হতে চলেছে আসুন দেখে নিন।  

মেষ রাশি
সেপ্টেম্বর মাসে রাহুর পদ নক্ষত্র গোচর মেষ রাশির জাতকদের শুভ ফল দেবে। যুবকদের ব্যক্তিত্ব আকর্ষণ হবে। অর্থপ্রাপ্তির রাস্তা খুলে যাবে। বাধা দূর হবে এবং পারিবারিক অশান্তি দূর হবে। সম্পর্ক আগের চেয়ে আরও ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে এই সময়। সম্পত্তি অর্জনের রাস্তা খুলে যাবে। ২১ সেপ্টেম্বরের আশেপাশে জাতকেরা উত্তম ফল পাবেন। 

তুলা রাশি
রাহুর গোচর তুলা রাশির জাতকদের বিশেষ লাভ দেবে। এদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে। পুরনো অংশীদারের সঙ্গ পাবেন। আগের চেয়ে ব্যবসায় বেশি লাভ হতে পারে। চাকুরিজীবিদের জন্য এই সময় খুবই ভাল থাকবে। সফলতার রাস্তা খুলে যাবে। জাতকেরা অনেক বড় সমস্যা সমাধান করতে সফল হবেন। 

কুম্ভ রাশি 
রাহুর গোচরে কুম্ভ রাশির জাতকদের লাভ হতে চলেছে। নতুন মানুষদের সঙ্গে দেখাশোনা ও আলাপের সুযোগ পাবেন। দীর্ঘ কোনও সফরে যেতে পারেন। ব্যবসায় এই সময় ভাল লাভ হবে। নতুন অংশীদার লাভের সুযোগ দিতে পারে। প্রেম সম্পর্কে রোমান্স বাড়বে। সৃজনশীলতার কাজে জাতক সফলতা পেতে পারেন। জাতকদের জন্য সেপ্টেম্বরের মাস ভাল ফল দিতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement