Rahu-Ketu Gochar: দোলের পরই রাহু-কেতু বড় বিপদ আনছে, ৩ রাশির রয়েছে দুর্ঘটনার যোগ

Rahu-Ketu Gochar: বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে, যার প্রভাব মানব জীবনের ওপর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়। এই বছর দোল ১৪ মার্চ পালন করা হবে। আর দোলের ঠিক ২দিন পরই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে।

Advertisement
দোলের পরই রাহু-কেতু বড় বিপদ আনছে, ৩ রাশির রয়েছে দুর্ঘটনার যোগরাহু-কেতুর নক্ষত্র বদল
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তনের সঙ্গে রাশিও পরিবর্তন করে থাকে, যার প্রভাব মানব জীবনের ওপর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়। এই বছর দোল ১৪ মার্চ পালন করা হবে। আর দোলের ঠিক ২দিন পরই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে। রাহু গ্রহ ১৬ মার্চ সন্ধ্যের সময় পূর্বভাদ্রপদ ও কেতু উত্তরাফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে। যার ফলে কিছু রাশির সমস্যা বাড়তে চলেছে। আসুন জেনে নিই কাদের বিপদ বাড়বে। 

মেষ রাশি
আপনাদের জন্য রাহু ও কেতু সংযোগ ক্ষতিকর প্রমাণিত হবে। এই সময় আপনার কাজ-ব্যবসায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে হবে। এই সময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখার কথা বলা হচ্ছে। পুরনো রোগ ফেরত আসতে পারে। নতুন কোনও কাজ এই সময় করবেন না। 

কন্যা রাশি
রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য নেতিবাচক প্রমাণিত হবে। এই সময় কর্মস্থানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। অপছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন। প্রমোশন ও বেতন বৃদ্ধি মনের মতো হবে না। মানসিক অশান্তি বজায় থাকবে। কোনও কথা নিয়ে অশান্তি হতে পারে। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। অপ্রয়োজনীয় খরচ হবে। 

মীন রাশি
রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন এই রাশিদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। বিনিয়োগ করা একেবারেই বোকামি হবে। কাজ-ব্যবসা খুবই ধীর গতিতে চলবে। কাজের জায়গায় জুনিয়র বা সিনিয়দের সঙ্গে মতভেদ হতে পারে। গাড়ি বা বাইক সাবধানে চালান, কারণ দুর্ঘটনার যোগ রয়েছে। 

POST A COMMENT
Advertisement