Rahu Ketu Gochar: ১৬ মাস ধরে জ্বালাবে রাহু-কেতু, ৫ রাশিকে সর্বস্বান্ত করবে পাপী দুই গ্রহ

Rahu Ketu Gochar: ক্রুর ও পাপী গ্রহ রাহু-কেতু সর্বদাই বক্রী চালে থাকে। এই বছর ১৮ মে রাহু-কেতু গোচর করেছে এবং ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকার পর ফের গোচর করবে।

Advertisement
১৬ মাস ধরে জ্বালাবে রাহু-কেতু, ৫ রাশিকে সর্বস্বান্ত করবে পাপী দুই গ্রহরাহু কেতুর ভয়ানক গোচর
হাইলাইটস
  • ক্রুর ও পাপী গ্রহ রাহু-কেতু সর্বদাই বক্রী চালে থাকে।

ক্রুর ও পাপী গ্রহ রাহু-কেতু সর্বদাই বক্রী চালে থাকে। এই বছর ১৮ মে রাহু-কেতু গোচর করেছে এবং ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকার পর ফের গোচর করবে। এরই মাঝে রাশিচক্রের ৫ রাশিকে এই দুই পাপী গ্রহের ক্রুরতা সহ্য করতে হবে। জানুন সেই দুর্ভাগ্যশালী রাশি কারা। 

মেষ রাশি
রাহু-কেতু পরিবারে অশান্তি দেবে। অপ্রয়োজনীয় ঝগড়া ও ভুল বোঝাবুঝি হবে। আশান্তি বাড়বে। মায়ের স্বাস্থ্য বিগড়াতে পারে। অর্থ হানি হবে। নিরাশা থাকবে। আত্মবিশ্বাস হারাবেন না। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য রাহু-কেতু জীবনে চড়াই-উৎরাই আনবে। আপনার কথার ভুল অর্থ বুঝবে মানুষ। আপানার থেকে দুরত্ব বজায় রাখবে সকলে। আপনি সব জায়গায় প্রতিকূলতা অনুভব করবেন। মুখে ঘা, দাঁতে ব্যথার মতো সমস্যা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে যান। 

সিংহ রাশি
রাহু-কেতুর গোচর সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের সমস্যা করতে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন। বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। কেরিয়ারে সঙ্কট আসতে পারে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন। 

কন্যা রাশি
সব কাজ সাবধানে করুন। হঠাৎ করে বড় কোনও খরচ হতে পারে। ঋণ নিতে পারেন। টাকা পয়সা জোগাড় করে রাখুন। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মুশকিলে ফেলতে পারে। চাকরি করতে ভাল লাগবে না। নতুন ব্যবসা করার ইচ্ছে জাগতে পারে। যদিও এই সময়টা ভাল নয়। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিকে রাহু-কেতু পরিবারে কখনও সুখও দেবে আবার অশান্তিও হতে পারে। স্বাস্থ্য বিগড়াতে পারে। নিজের কাজ ছাড়া অন্য কারোর বিষয়ে নাক গলাবেন না। ঝগড়া থেকে দূরে থাকুন। কেরিয়ারে মনের মতো পদ-অর্থ পাবেন না। সাবধানী ও বুদ্ধি দিয়ে কাজ করুন। 

POST A COMMENT
Advertisement