Rakhi Purnima Lucky Zodiacs: রাখি পূর্ণিমায় বিরল সংযোগ, সৌভাগ্যের শীর্ষে ২ রাশি

Rakhi Purnima Lucky Zodiacs: আগামী ৯ অগাস্ট দেশজুড়ে পালন করা হবে রাখি পূর্ণিমা। এই বছর রাখিতে ভদ্রের ছায়া পড়বে না আর শুভ মুহূর্ত সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত থাকতে চলেছে। তবে এই বছরের রাখি অন্য সব বছরের তুলনায় একটু বিশেষ। রাখিতে গ্রহদের একটি বড় দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে।

Advertisement
রাখি পূর্ণিমায় বিরল সংযোগ, সৌভাগ্যের শীর্ষে ২ রাশি রাখি পূর্ণিমা থেকে ভাগ্য বদলাবে ২ রাশির
হাইলাইটস
  • আগামী ৯ অগাস্ট দেশজুড়ে পালন করা হবে রাখি পূর্ণিমা।

আগামী ৯ অগাস্ট দেশজুড়ে পালন করা হবে রাখি পূর্ণিমা। এই বছর রাখিতে ভদ্রের ছায়া পড়বে না আর শুভ মুহূর্ত সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত থাকতে চলেছে। তবে এই বছরের রাখি অন্য সব বছরের তুলনায় একটু বিশেষ। রাখিতে গ্রহদের একটি বড় দুর্লভ সংযোগ তৈরি হতে চলেছে। এইদিন চারটে গ্রহ একসঙ্গে বক্রী হবে। রাখিতে শনি, বুধ, রাহু ও কেতু এই চার গ্রহ একসঙ্গে বক্রী অবস্থায় থাকবে। বক্রী গ্রহের এই সংযোগ ২ রাশিকে বড় লাভ দিতে চলেছে। 

বৃশ্চিক রাশি
অর্থলাভের যোগ রয়েছে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। মানসিক চিন্তা আর থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে। টাকা-পয়সার বিষয়ে লাভ হতে পারে। যদি আপনি কোনও বিনিয়োগ করে থাকেন তাহলে খুব শীঘ্রই সেখান থেকে বড় লাভ পেতে চলেছেন। দাম্পত্য জীবন দারুণ যাবে। কোনও বড় দায়িত্ব পেতে পারেন। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে বেশ কয়েকগুণ ভাল হতে চলেছে। 

মীন রাশি
আর্থিক দুঃশ্চিন্তা শেষ হওয়ার সময় চলে এসেছে। রাখিতে বক্রী গ্রহের সংযোগ আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর্থিক মামলায় লাভ হবে। চাকরি-ব্যবসার সঙ্গে যুক্ত বিষয় শুধরে যাবে। কোনও নতুন কাজ শুরু করার জন্য এই সময় খুবই ভাল। ভাই বা বোনের সহযোগিতা পেতে পারেন। অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। কাজেই সফলতা পাবেন এরা। জীবনের নানান সমস্যার সমাধান পাবেন জাতক-জাতিকারা। দেশে বিদেশে যেতে পারবেন জাতক-জাতিকারা। ধর্মীয় ও মাঙ্গলিক কাজে বিশেষ সুবিধা পাবেন।   

সতর্ক থাকুন ৩ রাশি
রাখিতে বক্রী গ্রহের সংযোগে মেষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে। আপনার কেরিয়ার, ব্যবসা সহ এইসব মামলায় সাবধানে কাজ করার দরকার রয়েছে।  

POST A COMMENT
Advertisement