Shani Gochar 2025: একমাস পর শনির অবস্থানে বড় বদল, ৩ রাশিকে চিন্তা মুক্ত করবেন বড়বাবা

Shani Gochar 2025: ন্যায়ের দেবতা শনিকে সবচেয়ে ক্রুর গ্রহ বলে মনে করা হয়। কারণ শনিদেব জাতকদের তাঁর কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। সেই কারণে শনিদেব কাউকে ফকির থেকে রাজা আবার রাজা থেকে ফকির বানাতে সময় নেন না। ধর্মরাজ শনি প্রতি আড়াই অন্তর রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে।

Advertisement
একমাস পর শনির অবস্থানে বড় বদল, ৩ রাশিকে চিন্তা মুক্ত করবেন বড়বাবাশনির বড় বদল এপ্রিলে
হাইলাইটস
  • ন্যায়ের দেবতা শনিকে সবচেয়ে ক্রুর গ্রহ বলে মনে করা হয়।

ন্যায়ের দেবতা শনিকে সবচেয়ে ক্রুর গ্রহ বলে মনে করা হয়। কারণ শনিদেব জাতকদের তাঁর কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। সেই কারণে শনিদেব কাউকে ফকির থেকে রাজা আবার রাজা থেকে ফকির বানাতে সময় নেন না। ধর্মরাজ শনি প্রতি আড়াই অন্তর রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে। শনি ৩০ বছর অন্তর রাশি ও ২৭ বছর অন্তর নক্ষত্র পরিবর্তন করে, যার প্রভাব সব ১২টি রাশির ওপর দেখতে পাওয়া যায়। জেনে রাখুন এই সময় শনি কুম্ভ রাশি ও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছে। তবে ২৮ এপ্রিল সকাল ৭টা ৫২ মিনিটে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদে প্রবেশ করে যাবে। এর পাশাপাশি শনি মীন রাশিতে বিরাজ করবে। ১২টি রাশির পাশাপাশি ৩ রাশির জীবনের সব সমস্যা দূর করবে শনিদেব। 

তুলো রাশি
শনি নিজের নক্ষত্রে প্রবেশ করতেই তুলো রাশির সুসময় আসবে। দীর্ঘসময় ধরে আটকে থাকা কাজ আবার শুরু হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে। কোনও বড় দায়িত্ব পেতে পারেন। চাকরির জায়গায় বেশি করে পরিশ্রম করতে পারবেন। এই রাশির জীবনে সুখের জোয়ার আসতে চলেছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে চলা দুঃশ্চিন্তা এবার শেষ। পারিবারিক কিছু অশান্তির সমাধান হবে। প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি করছেন এমন জাতকদের সফলতা আসতে বাধ্য। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। 

বৃষ রাশি
শনির নক্ষত্র বদল এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সাফল্য এনে দেবে। সমাজে মান-সম্মান বাড়বে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। সমাজে মেলামেশা বাড়বে। এতে আপনি ভাল পরিণাম পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ভাল লাভ পাবেন। পদ-প্রতিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। যার ফলে আপনাকে কোনও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। লাইফস্টাইল ভাল থাকবে। 

কর্কট রাশি
উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির এন্ট্রির সঙ্গে সঙ্গে এই রাশির ভাগ্যের তালা খুলে যাবে। জীবনে চলা সব সমস্যা শেষ হবে। উচ্চশিক্ষা পাওয়ার স্বপ্ন পূরণ হবে। ধৈর্য নিয়ে কাজ করলে সবক্ষেত্রে সফলতা আসবে। মা-বাবার পুরো সহযোগিতা পাবেন, যার ফলে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারবেন। পরিবার ও দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্য ভাল থাকবে। জীবনে সুখ-আনন্দ সব আসবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement