Shani Guru Yog: শনি-গুরুর পাওয়ারফুল রাজযোগ, মাসের শেষেও ৩ রাশির হাতে অঢেল টাকা

Shani Guru Yog: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মফল দাতা শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। এই কারণে শনির প্রভাব দীর্ঘ সময় ধরে দেখা যায় জাতকদের ওপর। জেনে রাখুন শনি এই সময় মীন রাশিতে বক্রী অবস্থায় বিরাজ করছে।

Advertisement
শনি-গুরুর পাওয়ারফুল রাজযোগ, মাসের শেষেও ৩ রাশির হাতে অঢেল টাকা শনি-গুরুর যোগ
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মফল দাতা শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মফল দাতা শনি সবচেয়ে ধীরগতিতে চলা গ্রহ বলে মনে করা হয়। এই কারণে শনির প্রভাব দীর্ঘ সময় ধরে দেখা যায় জাতকদের ওপর। জেনে রাখুন শনি এই সময় মীন রাশিতে বক্রী অবস্থায় বিরাজ করছে। এরকম অবস্থায় কোনও না কোন গ্রহের সঙ্গে যুতি করবে। এই অবস্থায় শনি দেবগুরুর সঙ্গে সংযোগ করে পাওয়ার শতঙ্ক যোগের সৃষ্টি করবে। ৩১ জুলাই রাত ১০টা ০৯ মিনিটে শনি-বৃহস্পতি একে-অপরের ১০০ ডিগ্রিতে থাকবে, যার ফলে শতাঙ্ক যোগের নির্মাণ হবে। এই বিশেষ যোগ তিন রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে। আসুন সেইসব সৌভাগ্যশালী রাশি কারা জেনে নিন। 

বৃষ রাশি
শনি-গুরুর শতাঙ্ক যোগ এই রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের একাধিক ক্ষেত্রে লাভ মিলবে। লম্বা সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। শনির বক্রী আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে। দেবগুরুর জন্য হঠাৎ করে অর্থলাভ হবে। যার ফলে আর্থিক সমস্য দূর হবে। আয় বাড়তে পারে এই সময়। পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে আর আপনার সঙ্গে পুরনো মতভেদ শেষ হবে। আপনি অনেক ক্ষেত্রে সফলতা পাবেন। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন। এই সময় একাগ্রতা বাড়বে। পড়াশোনায় ভাল ফল পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সমাজে মান-সম্মান বাড়বে।

মকর রাশি
এই রাশির জন্য শনি ও গুরুর শতাঙ্ক যোগ খুবই ফলদায়ক হতে চলেছে। এই রাশির জাতকদের অনেক ক্ষেত্রে সফলতা মিলবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর জীবনের সব সমস্যা দূর হবে। স্বাস্থ্য এই সময় ভাল থাকবে। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভের সঙ্কেত রয়েছে। পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন। সন্তানের সঙ্গে চলা মত পার্থক্য দূর হবে। সম্পর্কগুলো ভাল হবে। সব মিলিয়ে এই সময়টা আপনার জীবনে ভালই যাবে। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্য গুরু-শনির শতাঙ্ক যোগ অনেক ক্ষেত্রে লাভদায়ক হবে। এই রাশির জাতকদের সাড়েসাতির শেষ চরণ চলছে। এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ সঙ্কেত। প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন আর ধনলাভের প্রবল সঙ্কেত রয়েছে। শতাঙ্ক যোগের কারণে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে আর সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। অর্থ সঞ্চয় করতে সফ হবেন। চাকুরিজীবি জাতকদের জন্য এই সময় বিশেষ রূপে লাভদায়ক হতে পারে। বিদেশি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পাবেন। বিদেশে ব্যবসা থেকে ভাল লাভ পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির প্রবল যোগ তৈরি হচ্ছে। আমদানি খুব দ্রুত বৃদ্ধি হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

   

POST A COMMENT
Advertisement